Advertisement
সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন থেকে 'গানে গানে সিনে আড্ডা', দেখুন KIFF-এর দ্বিতীয় দিনের অ্যালবাম
কেমন ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন?
৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন শনিবারও জমজমাট। সপ্তাহান্তের মেজাজে ছবি দেখা, আড্ডা, প্রেম ফুল সুইংয়ে। বিশ্ব সিনেমার প্রবাদপ্রতিমদের শতবর্ষ উদযাপন হচ্ছে এবার।
রবীন্দ্রোত্তর সময়ের অন্যতম সেরা সুরকার সলিল চৌধুরীর শতবর্ষ উদযাপন চলছে। দেখানো হচ্ছে তাঁর রেট্রোস্পেকটিভ। তাঁর সুরারোপিত এবং তাঁর গল্প থেকেই বিমল রায়ের ছবি ‘দো বিঘা জমিন’ তৈরি হয়েছিল। ছবিটি দেখানো হয় এদিন দুপুরে।
সকালে উপস্থিত ছিলেন সলিল-কন্যা অন্তরা ও সঞ্চারী চৌধুরী। বিকেলে তার সাংবাদিক সম্মেলনে ছিলেন বিমল রায়ের পুত্র জয় বিমল রায়। শনিবার অন্যতম আকর্ষণ ছিল, একতারা মঞ্চের ‘গানে গানে সিনেমা-সিনে আড্ডা’।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা থেকেই এই উদ্যোগ। এদিনের বিষয় ছিল ‘সিনেমায় রোমান্টিক গান’। অংশ নিলেন কবীর সুমন, সুজয় ভৌমিক, মাধুরী দে আর সঞ্চালনায় জুন মালিয়া। এই আড্ডা ঘিরে নন্দন চত্বরে বেশ ভিড় দেখা যায়।
এদিন উৎসবে পোল্যান্ডের বহুলচর্চিত ছবি ‘ফ্রাঞ্জ’ প্রদর্শিত হয়। অগ্নিয়েস্কা হল্যান্ড পরিচালিত এই ছবি ফ্রাঞ্জ কাফকার জীবনের ওপর আধারিত। জীবিতকালে কাফকা নিজের লেখার স্বীকৃতি পাননি। তাঁর নিঃসঙ্গ, জটিল জীবনের অদ্ভুত চলচ্চিত্ররূপ স্তব্ধ করে দিল উপস্থিত দর্শকদের।
অপর্ণা সেন, গৌতম ঘোষ-সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন ছবিটি দেখতে। প্রচণ্ড উৎসাহ ছিল এই ছবিটি নিয়ে। তারপরেই রাতে প্রদর্শিত হয় ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোর্ড ভার্সন। সত্যজিৎ রায়ের এই মাস্টারপিস নিয়েও উন্মাদনা ছিল তুঙ্গে। ছবিটি উপস্থাপনায় ছিলেন শিবেন্দ্র সিং দুঙ্গারপুর ও প্রযোজকদের তরফে অগ্নিবেশ দত্ত।
দুপুরে ছিল আলোচনাচক্র, বাংলা সিনেমা নিয়ে, অংশ নেন অনিরুদ্ধ রায়চৌধুরি, মোনালিসা মুখোপাধ্যায় ও সুদেষ্ণা রায়। তারপর ফিলিপিন্সের প্রখ্যাত পরিচালক ব্রিলান্তে মেনডোজা সাংবাদিকদের মুখোমুখি হন।
Published By: Arani BhattacharyaPosted: 09:51 PM Nov 08, 2025Updated: 09:51 PM Nov 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
