Advertisement
চলচ্চিত্র উৎসবের পঞ্চম দিনে ঋত্বিক ঘটকের 'কোমলগান্ধার'-সহ একগুচ্ছ দেশি-বিদেশি ছবি
শহরের কোন প্রেক্ষাগৃহে, কী ছবি থাকছে? ঝটপট জেনে নিন।
পয়লা দিন থেকেই সিনেপ্রেমীদের ভিড়ে জমজমাট সিনেমার পীঠস্থান নন্দন-সহ একাধিক প্রেক্ষাগৃহ। রবিবার ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনেও একগুচ্ছ আঞ্চলিক ভাষার পাশাপাশি আন্তর্জাতিক সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা।পঞ্চম দিনের চমক হিসেবে কোন প্রেক্ষাগৃহে, কোন ছবিগুলো থাকছে? ঝটপট জেনে নিন। ১১ নভেম্বর, নন্দন ১-এ সকাল ৯টায় দেখুন 'দাস স্পোক দ্য ওয়াইন্ড'। এখানেই সন্ধে সাতটায় দেখুন ইটালির ছবি 'লা গ্রাজিয়া'।
নন্দন ২-তে দুপুর ১টায় আ প্রেগন্যান্ট উইডো। আর সন্ধে ৬.৩০-এ দেখুন ইতালির ছবি 'ডিউস'। নন্দন ৩-এ দুপুর ২টো থেকে পরপর বেশ কিছু প্রাসঙ্গিক তথ্যচিত্রের স্ক্রিনিং রয়েছে। তালিকায় 'আবিষ্কার', 'নিংমা... থ্রু হার আইস' রয়েছে। এখানেই বিকেল ৫টার তালিকায় আছে 'বাংলায় রেল ও বাঙালি', 'অ্যাবাউট মাই ফাদার'।
শিশির মঞ্চে বেলা দেড়টায় থাকছে ফিলিপাইনস-এর সাড়া ফেলে দেওয়া ছবি 'সিনাপুপুনান'। এখানেই সন্ধে ৬.৩০টায় আছে 'উত্তরাধিকার'।
১১ নভেম্বর, রবীন্দ্র সদনে সকাল ১১টায় দেখুন ঋত্বিক ঘটকের 'কোমল গান্ধার'। এখানেই সন্ধে ৬.৩০টায় বেঙ্গলি প্যানোরমায় দেখুন 'গেট আপ কিংশুক'।
নজরুল তীর্থ ১-এ সকাল ১১টায় দেখতে পারেন 'দ্য কন্ডোর ডটার'। নবীনায় রাত ৯টায় দেখুন সঞ্জয় ঘোষ দস্তিদারের 'যোজনগন্ধা'।
রাধা স্টুডিওতে সকাল ১১টায় থাকছে আঞ্চলিক ভাষার সিনেমা 'কাংবো আলোতি'। সন্ধে ৬.৩০ টায় দেখানো হবে 'নই কথা'। অন্যদিকে মঙ্গলবার রাত ৯.৩০টায় মেনোকা সিনেমায় দেখতে পারেন 'হোয়াইট স্নো'। আইনক্স মেট্রোয় সকাল ৯টায় দেখুন 'নধরের ভেলা'।
একতারা মঞ্চে সন্ধেবেলা সিনে আড্ডা: গানে গানে সিনেমায় এদিনের বিষয় ছিল ‘বাংলা/ হিন্দি সিনেমায় ব্যবহৃত একই গানের সুর’। অংশগ্রহণ করেন বাবুল সুপ্রিয়, চন্দ্রিকা ভট্টাচার্য, বিবেক কুমার ও রূপঙ্কর বাগচী। সঞ্চালনায় অম্বরীশ ভট্টাচার্য। একতারামঞ্চে উঠে গান গাইলেন ইন্দ্রনীল। গলা মেলালেন রূপঙ্কর বাগচীর সঙ্গেও।
Published By: Sandipta BhanjaPosted: 11:15 PM Nov 10, 2025Updated: 11:15 PM Nov 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
