Advertisement
গরুমারা জাতীয় উদ্যানের কাছে আস্ত সাপ গিলে খাচ্ছে কিং কোবরা! হাড়হিম দৃশ্যে আতঙ্কে স্থানীয়রা
খবর পেয়েই ছুটে আসেন বনকর্মীরা।
সাপ গিলে খাচ্ছে আস্ত সাপকে। হাড়হিম করা দৃশ্য! না, আফ্রিকার কোনও জঙ্গল সাফারি নয়, গরুমারা জাতীয় উদ্যানের কাছেই দেখা গেল রোমহর্ষক সেই দৃশ্য।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার একটি বাড়ির পাশের মাঠে বিরাট আকারের কিং কোবরা সাপটিকে দাড়াশ সাপটিকে গিয়ে খেতে দেখা যায়। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন।
দ্রুত খবর দেওয়া হয় বনকর্মীদের। আসেন পরিবেশকর্মীরাও। দুটি সাপকেই সুস্থ অবস্থায় দ্রুত উদ্ধারের চেষ্টা করা হয়। তা করতেও বেশ কিছু সময় কেটে যায়।
Published By: Kousik SinhaPosted: 05:49 PM Nov 05, 2025Updated: 05:49 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
