Advertisement
অজি চ্যালেঞ্জের আগে নয়া অবতার, লম্বা চুল ছেঁটে চমকে দিলেন রাহুল, রইল অ্যালবাম
অস্ট্রেলিয়ায় ফুরফুরে মেজাজে তারকা ব্যাটার।
কে এল রাহুল। গত ১২ মাসে ভারতীয় ক্রিকেটের মিস্টার কনসিস্টেন্ট হয়ে উঠেছেন তিনি। অস্ট্রেলিয়া সফর থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি, ইংল্যান্ড সফর-সবক্ষেত্রেই ভালো পারফর্ম করেছেন।
ইংল্যান্ড সফরে গিয়ে দু'টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রাহুল। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দীর্ঘদিন পরে দেশের মাটিতে তাঁর ব্যাট থেকে শতরান আসে।
পরপর টেস্ট সিরিজের পর এবার রাহুলের সামনে ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছে ভারতীয় দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশাপাশি এই সিরিজে রাহুলের দিকেও নজর থাকবে।
পারথে নামার কয়েকঘণ্টার মধ্যেই বিরাট-রোহিতদের মতো অনুশীলনে নেমে পড়েন রাহুলও। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামা কেউই এদিন অনুশীলনে নামেননি। ব্যতিক্রম রাহুল।
অনুশীলনের পরে অবশ্য একেবারে ছুটি কাটানোর মেজাজে রাহুল। দীর্ঘদিন ধরেই ভক্তকুলের চর্চায় থেকেছে রাহুলের লম্বা চুল। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছেই সেই লম্বা চুল কেটে ফেললেন তারকা ব্যাটার।
নিজের নতুন লুকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাহুল। তবে লম্বা চুল পুরোপুরি ছেঁটে ফেলেননি তিনি। আগের তুলনায় খানিকটা কমেছে চুলের দৈর্ঘ্য।
হেয়ারস্টাইল নিয়ে বরাবরই পরীক্ষানিরীক্ষা করতে দেখা যায় রাহুলকে। অতীতেও লম্বা চুল রাখতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে মাঝেই বাহারি ছাঁট দিয়ে ভক্তদের চমকে দেন রাহুল।
নতুন হেয়ারস্টাইল করেই সম্ভবত রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ। পছন্দের খাবারের ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 04:17 PM Oct 17, 2025Updated: 04:17 PM Oct 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
