Advertisement
কাটা মুন্ডু দিয়ে ফুটবল, মাকে কুপিয়ে খুন! অক্ষয় খান্না অভিনীত 'রহমান ডাকাইত' 'বাস্তবের জল্লাদ'
কীভাবে এই রহমান করাচি কাঁপানো গ্যাস্টার হয়ে ওঠে? জানুন।
'ধুরন্ধর'-এর হাত ধরে বলিউডের পিচে নিঃসন্দেহে ঝোড়ো ইনিংস শুরু করলেন অক্ষয় খান্না। বর্তমানে মুখ্য চরিত্র 'হামজা আলি'র থেকেও 'রহমান ডাকাইত'কে ঘিরে উন্মাদনা, আলোচনা তুঙ্গে। তবে জানেন কি পর্দায় দেখানো চরিত্র আদতে হিমশৈলের চূড়ামাত্র, বাস্তবের রহমান ডাকাইত কিন্তু 'জল্লাদে'র থেকে কোনও অংশে কম ছিল না।
এই রহমান ডাকাইত কে ছিল আদতে? পাকিস্তানের লিয়ারির কুখ্যাত গ্যাংস্টার। খুব অল্প বয়স থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছিল রহমান। শোনা যায়, ভাই উজির বালোচের সঙ্গে কয়েক বছরে ১৯৮টা খুন করার রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে। আর সেই খুনের পর সেই লাশ নিয়ে যা করত দুই ভাই, তার কিছু নমুনা শুনলে পিলে চমকে উঠতে বাধ্য!
পাকিস্তানের করাচির লিয়ারিতে ১৯৭৬ সালে দাদ মহম্মদ ও তার দ্বিতীয় স্ত্রী খাদিজা বিবির সংসারে জন্ম নেয় রহমান। আসল নাম আবদুল রহমান। অপরাধের মহল্লাতেই বেড়ে ওঠা রহমানের। তাই কুসঙ্গে পড়ে অন্ধকার জগতের কল-কবজা আয়ত্ত করতে খুব বেশি সময় লাগেনি তার। জানা যায়, রহমানের বাবা ছিল মাদক পাচারকারী। সেই সূত্রেই অপরাধজগতের সঙ্গে মেলামেলা শুরু হয় রহমানের। ধীরে ধীরে এই বালোচ গোষ্ঠীর রহমান কীভাবে করাচি কাঁপানো গ্যাস্টার হয়ে ওঠে?
বিবিসির রিপোর্ট অনুযায়ী, রহমানের পরিবারের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক ছিল বহু আগে থেকেই। কারণ তার বাবা-কাকারা মাদকের ব্যবসা চালাত। এবং গোপনে অপরাধ গোষ্ঠীগুলির কাছে পৌঁছে যেত সেই 'মাল'। মাদক ব্যবসার পাশাপাশি চলত তোলাবাজি আর জোরজুলুম।
মাত্র ১৩ বছর বয়সে প্রথম খুন করে রহমান ডাকাইত। কেন? খুনের নেপথ্যের কারণ জানলেও চমকে যাবেন! কিশোর রহমানকে লিয়ারিতে কেউ একজন পটকা ফাটাতে বাধা দিয়েছিলেন। সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ ছুরিকাঘাতে ধরাশায়ী করে বছর তেরোর রহমান। তার দু' বছর বাদে দুই প্রতিদ্বন্দ্বী মাদক ব্যবসায়ীকে খুন করে। সেখান থেকেই রহমান ডাকাইতের উত্থান। (* রহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্না।)
শোনা যায়, এরপর ১৯৯৫ সালে জেল থেকে পালানোর মাসখানেক বাদে নিজের মা খাদিজাকেই নাকি কুপিয়ে খুন করে লিয়ারি কাঁপানো রহমান। তখন তার বয়স মাত্র ১৫। কেন? পুলিশি জেরার মুখে জানায়, মা নাকি 'পুলিশ সোর্সে' পরিণত হয়েছিলেন। অনেকে মনে করেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর কোনও ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন খাদিজা। সেটা মেনে নিতে পারেনি রহমান।
জানা যায়, নব্বইয়ের দশকের শেষদিকে হাজি লালুর গ্যাংয়ে যোগ দেয় রহমান। লালুর গ্রেপ্তারির পর মাত্র কয়েক বছরেই লিয়ারি নিজের দখলে নিয়ে নেয় সে। রহমানের দুই হাত ছিল উজির বালোচ ও বাবা লাডলা। জেল থেকে পালিয়ে একসময়ে বালুচিস্তানে গিয়ে নিজের অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছিল এই রহমান ডাকাইত। (* রহমান ডাকাতের চরিত্রে অক্ষয় খান্না।)
Published By: Sandipta BhanjaPosted: 07:48 PM Dec 26, 2025Updated: 07:48 PM Dec 26, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
