Advertisement
ঝুলিতে ৪০ হাজার গান, বাজাতেন ১২টির বেশি বাদ্যযন্ত্র! বিস্ময়-প্রতিভা ছিলেন জুবিন
সিঙ্গাপুরে চতুর্থ নস্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠান ছিল গায়কের।
শুক্রবার বিকেলে ভারতীয় বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ! বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু হয় এদিন জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন।
অসমের ভূমিপুত্র জুবিন পাড়ি দিয়েছিলেন সিঙ্গাপুরে চতুর্থ নস্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে। ২০ সেপ্টেম্বর তাঁর অনুষ্ঠানও ছিল। তার আগেই সব শেষ।
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ে গায়কের জন্ম। বেড়ে ওঠা সঙ্গীতের পরিবারেই। তাঁর আসল নাম জুবিন বোরঠাকুর। স্বনামধন্য সুরকার জুবিন মেহতার নাম থেকে অনুপ্রাণিত হয়েই তাঁর নামকরণ করা হয়েছিল। গর্গ উপাধিটি পড়ে পরিবারের গোত্র থেকে গ্রহণ করেছিলেন তিনি।
অসমের জোড়হাটে জুবিনের আদিবাড়ি। অহমিয়া, হিন্দি-বাংলা ছাড়াও বিভিন্ন উপজাতি ভাষা মিলিয়ে প্রায় ৩৮ হাজার গান রেকর্ড করেছেন গায়ক।
Published By: Arani BhattacharyaPosted: 08:40 PM Sep 19, 2025Updated: 08:40 PM Sep 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
