Advertisement
কোথাও মণ্ডপে চমক, কারও বা প্রতিমা ব্যতিক্রমী, দমদমের এই ৫ পুজো না দেখলেই মিস
এক ক্লিকেই দেখে নিন দমদমের সেরা ৫ মণ্ডপ ও প্রতিমা।
এই রোদ তো এই বৃষ্টি। আবহাওয়া যাই হোক না কেন চলছে প্যান্ডেল হপিং। নতুন পোশাকে সেজে প্রিয় মানুষের সঙ্গে মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গিয়েছে ঘোরাফেরা।
তবে এমন মানুষও আছেন, যাঁরা মণ্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শনে আগ্রহী নন। বাড়ি বসে এক ক্লিকে দেখে নিতে পারেন দমদম চত্বরের পাঁচটি নামজাদা পুজো।
দমদম পার্ক তরুণ দলের এবারের থিম ছাপ। শিল্পী পূর্ণেন্দু দে-র তত্ত্বাবধানে সেজেছে মণ্ডপ। মণ্ডপ জুড়ে প্রাচীন গুহামানবের আঁকা হাতের ছাপ থেকে বায়োমেট্রিক - রয়েছে সব কিছুই। এই মণ্ডপ সকলের মন ছোঁবে বলেই আশা উদ্যোক্তাদের।
দমদম পার্ক তরুণ সংঘের ৪০ তম বর্ষের পুজোয় অভিনব থিম ‘এক প্যান্ডেল ব্যোমকেশ’। এবার পুজোয় সেখানেই হবে সম্পূর্ণ রহস্যভেদ। সত্যান্বেষীর দেখাও মিলবে মণ্ডপেই! দেখা মিলবে সত্যান্বেষীরও।
কেবল কমিক্সের আর্ট নয়, একেবারে রক্তমাংসের ব্যোমকেশকেও চাক্ষুষ করা যাবে মণ্ডপে। কমিক্স ও অভিনয়ের যুগলবন্দির সঙ্গে রয়েছে জমজমাট আবহসঙ্গীত। এভাবেই শরদিন্দুর অমর চরিত্রকে অভিনবভাবে উদযাপনের পরিকল্পনা।
রজত জয়ন্তী বর্ষে দমদম পার্ক ভারতচক্রের থিম তন্মাত্র। শিল্পী সুশান্ত শিবাণী পালের ভাবনায় সেজেছে মণ্ডপ।
দমদম পার্ক ভারতচক্রের মণ্ডপে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেলে ভক্তি ও শিল্পের মেলবন্ধন। প্রতিবারের মতো এবারও মণ্ডপে ইতিমধ্যে দর্শনার্থীদের ঢল নেমেছে। আরও ভিড় আসবে বলেই আশা উদ্যোক্তাদের।
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির এবারের থিম প্রবাহী। শিল্পী দেবাশিস বারুইয়ের হাতের ছোঁয়ায় সেজেছে মণ্ডপ। আলোকসজ্জার দায়িত্বে শিল্পী প্রেমেন্দুবিকাশ চাকি। মণ্ডপের ভিড়ে আলো-আঁধারি খেলা মন জয় করেছে দর্শনার্থীদের।
শিল্পী সৈকত বসু তৈরি করেছেন প্রতিমা। মণ্ডপের সঙ্গে প্রতিমা সামঞ্জস্যপূর্ণ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
Published By: Sayani SenPosted: 09:12 PM Sep 27, 2025Updated: 09:12 PM Sep 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
