Advertisement
পুজোর দিনেও অন্ধকারে যাঁরা! 'আদরের উৎসবে' নতুন জামা নিয়ে দরিদ্রদের পাশে 'উত্তর কলকাতা উদয়ের পথে'
৬৫০ জনকে বস্ত্র তুলে দেওয়ার অঙ্গীকার নিয়েছে সংস্থা।
শরতের আকাশের নিচে মাথা তুলে দোল খাচ্ছে কাশফুল। প্রতিদিন একটু একটু করে বদলে যাচ্ছে চেনা পাড়া। মণ্ডপ ও আলোর বাহারে সাজছে শহর। মা দুর্গার আগমনে কোনও খামতি রাখতে চায় না বাঙালি।
চলছে দেদার কেনাকাটাও। প্রিয়জনের জন্য জামা-কাপড় বাছা থেকে বাড়ির ছোট্ট সদস্যের জন্য সুন্দর জামা। আনন্দে মেতেছে আপমর বাঙালি।
কিন্তু ওঁরা। ওঁদের কথা কেউ মনে রাখেনি। শহরের এত আলো যাঁদের ঘরে পৌঁছবে না। যাঁরা মলিন ছেঁড়া কাপড়েই কাটিয়ে দেবে পুজোর চারদিন। সন্তানদের গায়ে নতুন সুতো দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়।
তাঁদের জন্য এগিয়ে এল 'উত্তর কলকাতা উদয়ের পথে' সংস্থা। 'আদরের উৎসব ২০২৫' পালন করতে নতুন বস্ত্র ও ক্রীড়াসরঞ্জাম নিয়ে তাঁরা পৌঁছে গেলেন জঙ্গলমহল অঞ্চলের বেলপাহাড়ী ব্লকে কাশমার গ্রামের বিবেকানন্দ সারদা সেবাশ্রমে।
সদস্যরা গিয়েছিলেন বীরভূম জেলার সিউড়ি ব্লক ১-এর আমগাছি ও ভালুকা গ্রামের প্রত্যন্ত আদিবাসী অঞ্চলের ছাত্র-ছাত্রী ও গ্রামের মানুষের মাঝেও।
অন্ধকার মাখা কচিকাঁচা মুখগুলোয় একটু হাসি ফোটানোর জন্য ১৪ সেপ্টেম্বর বাচ্চাদের হাতে তুলে দেন নতুন বস্ত্র। নতুন জামার গন্ধে বাচ্চাদের একগাল হাসি মন ভরিয়ে দিয়েছে সদস্যদের।
‘আদরের উৎসব’-এর শেষ গন্তব্য বরাহনগর মূক ও বধির বিদ্যামন্দির। ২০ সেপ্টেম্বর তাঁরা আরও খুদের হাতে তুলে দেবেন নতুন বস্ত্র।
Published By: Subhankar PatraPosted: 06:13 PM Sep 14, 2025Updated: 06:13 PM Sep 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
