Advertisement
বার্সার নতুন ১০ নম্বর, মেসি-রোনাল্ডিনহোর জার্সিতে উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা ইয়ামালের
নতুন চুক্তিতে বার্সার সবচেয়ে দামি ফুটবলার হলেন এই বিস্ময় প্রতিভা।
এল এম টেনের উত্তরাধিকার বয়ে নিয়ে যাবেন এল ওয়াই টেন। বার্সেলনার ১০ নম্বর জার্সি পেলেন বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল।
বার্সেলোনার সঙ্গে ২০৩১ পর্যন্ত নতুন চুক্তি করলেন ইয়ামাল। বছরে প্রায় ৪০০ কোটি টাকা করে পাবেন তিনি। বার্সেলোনার সবচেয়ে দামী ফুটবলারও হবেন।
২০২৩ সালের ২৯ এপ্রিল বার্সেলোর জার্সিতে অভিষেক হয় তাঁর। প্রথমে তাঁর সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি ছিল। পরে তা বাড়িয়ে ২০৩১ পর্যন্ত করা হয়। সেই চুক্তিতে বেতন আরও বাড়ানো হল।
ইয়ামালের ‘রিলিজ ক্লজ’ রাখা হয়েছে ৯৯৭২ কোটি টাকা। অর্থাৎ কোনও ক্লাব চুক্তি ভাঙিয়ে ইয়ামালকে কিনতে চাইলে তাদের এই অঙ্কের টাকা দিতে হবে।
নতুন চুক্তির পাশাপাশি নতুন জার্সিও দেওয়া হয়েছে ইয়ামালকে। বুধবারই ইয়ামালের হাতে ১০ নম্বর জার্সি তুলে দিয়েছেন ক্লাবের সভাপতি জোয়ান লাপোর্তা।
একটা সময় মেসি-রোনাল্ডিনহোর মতো কিংবদন্তিরা বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর জার্সি পরতেন। সেই উত্তরাধিকার এবার ইয়ামালের।
ঐতিহ্যশালী লা মাসিয়া অ্যাকাডেমি থেকে উঠে আসা এই ফুটবলার এতদিন ১৯ নম্বর জার্সি পরতেন। ১০ নম্বর জার্সি ছিল আনসু ফাতির। কিন্তু চোটের জন্য তাঁর কেরিয়ারই প্রশ্নের মুখে।
ইতিমধ্যেই অসংখ্য রেকর্ড গড়ে ফেলেছেন ইয়ামাল। স্পেনের হয়ে ইউরো জেতা ছাড়াও বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন। এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা থেকে সর্বকনিষ্ঠ হিসেবে ইউরো কাপ জয়, অনেক রেকর্ড তাঁর নামে।
Published By: Subhajit MandalPosted: 12:47 PM Jul 17, 2025Updated: 01:34 PM Jul 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
