Advertisement
শূকরের ভয়ে ছুটছে চিতা! বাংলার জঙ্গলে বিরল দৃশ্য...ঝড়ের গতিতে ভাইরাল
বাংলার জঙ্গলে বিরল ছবি!
বন্যেরা বনেই সুন্দর! সেখানে তাদের এক আলাদা জগৎ আছে। সেখানেও আছে ভয়, আছে বেঁচে থাকার লড়াই। আর তাই খাদ্যের সন্ধানে কখনও হরিণ কিংবা কখনও বিভিন্ন বন্যপ্রাণী শিকার করতে দেখা যায় বাঘ-সিংহকে। সেই তালিকায় রয়েছে চিতাও। অন্যতম ক্ষিপ্র পশুদের তালিকায় নাম রয়েছে।
বিভিন্ন সময় চিতার শিকারের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে। কখনও বুনো শূকর তো আবার কখনও হরিণ মেরে খেতে দেখা যায়। এবার বাংলার জঙ্গলে ধরা পড়ল বিরল এক দৃশ্য! শূকর তাড়া করল চিতাকে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক বুনো শূকরের ভয়ে ছুটছে কি না এক মাংসাশী চিতা! অবাক লাগছে শুনতে! ভাবছেন তো। চিতা কেন বুনো শূকরের ভয়ে পালাচ্ছে! হ্যাঁ এমনই কাণ্ড ঘটেছে। সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মূলত এর উলটো ছবিই দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। কিন্তু এ একেবারে বিরল ছবি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, শান্ত ভাবে বসে থাকা একটি চিতার কাছে দিয়ে এগিয়ে যাচ্ছে একটি বুনো শূকর। পালটা আঘাত নয়! বরং শূকরের ভয়েই পালাতে দেখা যাচ্ছে চিতাটিকে। ভাইরাল হওয়া ভিডিওটি জলদাপাড়া জাতীয় উদ্যানের। উদ্যানের ডিএফও পারভিন কাশোয়ান তাঁর সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করেছেন। মাত্র ১৬ সেকেন্ডের ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন এই বনকর্তা।
আর সেটাই ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। লাইক-শেয়ারের বন্যা বইছে একেবারে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকবছর আগে কেন্দ্রের একটি রেকর্ড বলছে, উত্তরবঙ্গে চিতাবাঘের অস্বস্তি বেড়েছে। চিতাবাঘ গণনায় ২৩৩ টি চিতাবাঘের অস্বস্তি পাওয়া যায়। ওই রিপোর্ট অনুযায়ী, উত্তরবঙ্গে ২০১৮ এবং ২০২২ সালের হিসাবে চিতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ কেন্দ্রের ওই রিপোর্টে।
সামনেই উৎসবের মরশুম। বহু মানুষ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বেড়াতে যান। আর সেই তালিকায় থাকে জলদাপাড়া জাতীয় উদ্যান। হাতির পিঠে চেপে একদিকে পর্যটকরা জঙ্গল দর্শনের অনুভূতি নেন। অন্যদিকে বিভিন্ন জীবজন্তু দেখারও সাক্ষী থাকেন।
Published By: Kousik SinhaPosted: 05:01 PM Sep 06, 2025Updated: 04:35 PM Sep 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
