Advertisement
রস টেলর থেকে ইয়ন মর্গ্যান, একাধিক দেশের হয়ে খেলেছেন যে ক্রিকেটাররা
কোনও ভারতীয় আছেন এই তালিকায়?
ইয়ন মর্গ্যান: দু'টি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। প্রথমে আয়ারল্যান্ড এবং পরে ইংল্যান্ডের হয়ে। আয়ারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর হাতেখড়ি। পরে ইংল্যান্ডের হয়ে খেলেন। দুই দেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার তিনি।
জো বার্নস: অস্ট্রেলিয়া এবং ইটালি, দু'টি দেশের হয়েই খেলেছেন তিনি। সম্প্রতি তাঁর নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে 'ফুটবলের দেশ' ইটালি। সেই দলের মূল শক্তি জো বার্নস। অধিনায়কও তিনি। তবে এর আগে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন বার্নস।
টিম ডেভিড: তিনি কেরিয়ার শুরু করেছিলেন সিঙ্গাপুরের হয়ে। কিন্তু বর্তমানে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। ডানহাতি ফিনিশার এখন পর্যন্ত চারটি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন। যার মধ্যে সিঙ্গাপুরের হয়ে ১৪টি ম্যাচও আছে।
ডেভিড উইজ: দক্ষিণ আফ্রিকায় নিজের কেরিয়ার শুরু করেন উইজ। পরে নামিবিয়ায় যোগদান করেন। তিনি ২০১৩-১৬ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন এবং তারপর ২০২১ সালে নামিবিয়ার হয়ে খেলা শুরু করেন।
কোরি অ্যান্ডারসন: নিউজিল্যান্ডের হয়ে লোয়ার-অর্ডার ব্যাটসম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পর, কোরি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলা শুরু করেছেন। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন। ৩৩ বছর বয়সি এই খেলোয়াড় এখন পর্যন্ত ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ৪২টি টি-টোয়েন্টি খেলেছেন।
রস টেলর: নিউজিল্যান্ড ক্রিকেটের সর্বকালের সেরাদের অন্যতম তিনি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবও জিতেছেন। অবসর ঘোষণার ৩ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। তবে নিউজিল্যান্ডের হয়ে খেলবেন না টেলর। খেলবেন নিজের দেশ সামোয়ার হয়ে।
ইফতিখার আলি খান পতৌদি: তিনিই একমাত্র ক্রিকেটার যিনি ইংল্যান্ড এবং ভারত উভয়ের হয়েই টেস্ট ম্যাচ খেলেছেন। পতৌদির অষ্টম নবাব ১৯৩২-৩৩ বডিলাইন সিরিজে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ১৯৪৬ সালে ইংল্যান্ড সফরে তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পতৌদি মোট ছয়টি টেস্ট খেলেছিলেন, তিনটি ইংল্যান্ডের হয়ে এবং তিনটি ভারতের হয়ে।
আবদুল হাফিজ কারদার: ভারতের হয়ে তিনটি টেস্ট খেলা কারদারকে পাকিস্তান ক্রিকেটের অগ্রদূত বলা হয়। ১৯৫২ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে মোট ২৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। সমস্ত ম্যাচেই অধিনায়কত্ব করেন। এহেন কারদার ভারতের হয়ে প্রথম ম্যাচ খেলেন ১৯৪৬ সালে।
গুল মহম্মদ: ১৯৪৬ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভারতের হয়ে ৮টি টেস্ট ম্যাচ খেলেন। যদিও ১৯৫৬ সালে করাচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের হয়ে।
ডার্ক ন্যানেস: ডার্ক ন্যানেস আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস দুই দেশের হয়েই খেলেছেন। তাঁর মা-বাবা ডাচ। কিন্তু বড় হয়ে ওঠা অস্ট্রেলিয়ায়।২০০৯ সালে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাঁকে রাখা হয়নি। তাই তিনি ২০০৯ সালে নেদারল্যান্ডসের হয়ে খেলেন। আবার পরে ২০১০ সালে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেন।
Published By: Arpan DasPosted: 09:57 PM Sep 05, 2025Updated: 09:57 PM Sep 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
