Advertisement
‘আমাকে আর কে গোলের পাস দেবে!’ জর্ডি আলবার অবসরে মনখারাপ মেসির
ছবিতে রইল স্প্যানিশ সাইডব্যাকের বর্ণময় কেরিয়ারের ঝলক।
কিছুদিন আগে অবসর ঘোষণা করেছিলেন সার্জিও বুস্কেটস। মরশুম শেষে বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবার একই পথে লিওনেল মেসির আরেক সতীর্থ জর্ডি আলবা।
বার্সেলোনার পর ইন্টার মায়ামিতেও একসঙ্গে খেলছেন দুজনে। ৩৬ বছর বয়সি স্প্যানিশ সাইড ব্যাকের অবসরের সিদ্ধান্তে মেসির আবেগঘন বার্তা, "আমাকে এখন কে গোলের পাস বাড়াবে?"
কেরিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন আলবা। ২০১২ থেকে ২০২৩ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৩১৩টি ম্যাচ খেলেছেন।
বার্সেলোনার হয়ে ১৭টি গোলের পাশাপাশি কেরিয়ারে সব মিলিয়ে ৫৬টি অ্যাসিস্ট আছে। তার মধ্যে মেসিকেই করেছেন ৩৩টি অ্যাসিস্ট।
বাঁপ্রান্ত থেকে তাঁর দৌড়, অক্লান্ত পরিশ্রমের ক্ষমতা ও মেসির সঙ্গে যুগলবন্দির জন্য পরিচিত ছিলেন। ৬ বার লা লিগার পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন।
সোশাল মিডিয়ায় নিজের বিদায়ী বার্তায় আলবা জানান, "আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অধ্যায়ের সমাপ্তি ঘোষণার সময় এসেছে। ফুটবল আমাকে সত্যিই সবকিছু দিয়েছে।"
Published By: Arpan DasPosted: 04:08 PM Oct 08, 2025Updated: 04:08 PM Oct 08, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
