Advertisement
এই শহর জানে... জন্মদিনে ফিরে দেখা বিরাট কোহলির কলকাতা কানেকশন
ক্রিকেটের নন্দনকাননে একাধিক নজির গড়েছেন তিনি।
৩৭ বছরে পা দিলেন বিরাট কোহলি। ২০০৮ সালে অভিষেক হওয়ার পর থেকে তাঁর নামের পাশে যোগ হয়েছে একের পর এক নজির। তিনিই আধুনিক ক্রিকেটের 'রাজা'। সেই বিরাট কলকাতায় খেলতে এসে নানান নজির গড়েছেন।
যখনই তিনি কলকাতা আসেন, প্রিয় তারকাদের এক ঝলক দেখতে বিমানবন্দরে উপচে পড়ে ভিড়। এহেন কোহলির অন্যতম প্রিয় মাঠ ইডেন গার্ডেন্স।
৪৯তম ওয়ানডে সেঞ্চুরি ইডেনে করেছিলেন বিরাট। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা সেঞ্চুরিটি আরও একটা কারণে বিশেষ, সেদিনও বিরাটের জন্মদিন ছিল। কলকাতায় ওয়ানডেতে ৮টি ম্যাচে ৪৩১ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোরও ১০১*।
ইডেনে ১২টি আইপিএল ইনিংসে ৩৭১ রান করেছেন তিনি। গড় ৩৭.১০। যার মধ্যে একটি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। এই মাঠেই তিনি কেকেআরের বিরুদ্ধে হাজার রানের মাইলফল অতিক্রম করেছেন। তাছাড়াও ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৯ রান করেছেন।
ক্রিকেটের নন্দনকাননে ‘প্রাণের ঈশ্বর’ বিরাট কোহলিকে দেখে নিজেকে সামলে রাখতে পারেনি বর্ধমানের ঋতুপর্ণ পাখিরা। নিরাপত্তার তোয়াক্কা না করে সটান গ্যালারি থেকে মাঠে ঢুকে কোহলির পায়ে ঝাঁপিয়ে পড়ে সে। প্রণামও করে। এহেন কাজের জন্য পুলিশ হেফাজতেও যেতে হয়েছিল ঋতুপর্ণকে। অষ্টাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচের এই ঘটনা বহুল চর্চিত।
২০১৯ সালে ইডেনে গোলাপি বলের টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৩৬ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। সেটি ছিল তাঁর ২৭তম টেস্ট সেঞ্চুরি। তিন অঙ্কের রান করে গোলাপি বলের টেস্টে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হয়ে ওঠেন কোহলি।
পার্ক স্ট্রিট এলাকার হো চি মিন সরণিতে বিরাটের নিজস্ব চেইন রেস্তরাঁ 'one8 Commune'-এর একটি শাখা রয়েছে। আইপিএল ম্যাচ খেলতে এসে তিনি প্রায়শই এই রেস্তরাঁয় সময় কাটান।
কেরিয়ারের শুরুতে, ২০০৯ সালে তিনি মোহনবাগানে খেলেছিলেন। টাউন ক্লাবের বিরুদ্ধে একটি বিশেষ ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন বিরাট।
রবিবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অসমাপ্ত স্বপ্ন পূরণের কাব্য লিখে ‘ঝুলনদি’র হাতে বিশ্বকাপ তুলে দিয়েছে হরমনের দল। ঝুলন গোস্বামীর কান্নাভেজা জয়োচ্ছ্বাসের সেই ছবি এখন নেটপাড়ায় দাপিয়ে বেড়াচ্ছে। আর সেই প্রেক্ষিতেই নেটবাসিন্দাদের আবদার, ‘এবার অন্তত চাকদহ এক্সপ্রেস মুক্তির আলো দেখুক।’ ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম ‘কাণ্ডারি’র ঝুলনের বায়োপিক করছেন বিরাটপত্নী অনুষ্কা শর্মা। 'চাকদা এক্সপ্রেস' ছবিতে ঝুলন গোস্বামীর চরিত্র ফুটিয়ে তোলার জন্য নিজেকে পুরোদস্তুর বদলে ফেলেছিলেন অনুষ্কা। ইডেনে 'চাকদা এক্সপ্রেস' ছবির শুটিংয়ে অনুষ্কাকে সেই অবতারে দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে।
Published By: Prasenjit DuttaPosted: 04:10 PM Nov 05, 2025Updated: 04:11 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
