Advertisement
বাজালেন ঢাক, কাটলেন বড়দিনের কেক, শিলংয়ে নানা মেজাজে বাংলার মুখ্যমন্ত্রী
আগামিকাল কলকাতা ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে তাঁদের স্বাগত জানাতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। সেখানে নিজে ঢোল বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২২ নভেম্বর অসম-মেঘালয় সীমানা সমস্যার জেরে অসম পুলিশের গুলিতে ৫ নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। এদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী।
মৃতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি শুনলেন তাঁদের সমস্যার কথা। ঠিক ঘরের মেয়ের মতো আপন করে নিলেন প্রত্যেককে।
Published By: Tiyasha SarkarPosted: 07:54 PM Dec 13, 2022Updated: 07:54 PM Dec 13, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
