Advertisement
ধর্মতলায় শহিদ মঞ্চে গিয়ে আবেগাপ্লুত মমতা, 'দিদি'কে দেখতে ভিড় কর্মী-সমর্থকদের
এদিন সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসতে শুরু করেন।
রাত পোহালেই ২১ জুলাই শহিদ দিবস। ধর্মতলার মঞ্চ-সহ আশেপাশে চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। প্রস্তুতি খতিয়ে এদিন বিকেলে ধর্মতলায় গিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
এদিন সকাল থেকে লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসতে শুরু করেন। ধর্মতলার সভামঞ্চের কাছেও বহু তৃণমূল কর্মী-সমর্থক এদিন জমায়েত করেছিলেন। নিজস্ব চিত্র
একুশে জুলাই শহিদ দিবস বরাবর রাজ্যের শাসকদল তৃণমূলের মেগা ইভেন্ট। এবার আবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশ জুলাই। ফলে তার গুরুত্ব অনেকটাই বেশি। নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ বর্মা। শেষ মুহূর্তের খুঁটিনাটি জানানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিজস্ব চিত্র
এবার একুশে জুলাই সমাবেশের মূলমঞ্চটি ত্রিস্তরীয়। আড়ে-বহরে অনেকটাই বড়। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৈরি মঞ্চে বসতে পারবেন একসঙ্গে প্রায় ৬০০ জন। রবিবার বিকেল থেকেই সভামঞ্চ চত্বরে রয়েছেন তাবড় তাবড় নেতারা। নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "সবাইকে আহ্বান জানাচ্ছি ঝড়-জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন। কাল বৃষ্টি হবেই। আমরাও আসি। সবার কাছে আহ্বান রইল। শান্তিপূর্ণভাবে আসবেন, ফিরবেন।” নিজস্ব চিত্র
রবিবার সন্ধ্যা নাগাদ ধর্মতলায় সেই শহিদ দিবস উদযাপনের প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রী ধর্মতলায় পৌঁছে কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন। অনেকের সঙ্গে হাতও মেলান। নিজস্ব চিত্র
Published By: Suhrid DasPosted: 08:55 PM Jul 20, 2025Updated: 09:03 PM Jul 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
