Advertisement
বিধ্বস্ত মিরিকে মমতা, দুর্গতের দিকে বাড়িয়ে দিলেন হাত, দেখুন ছবি...
বুধবার রিভিউ মিটিং হবে বলে খবর।
নিম্নচাপের বৃষ্টি, হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। জনজীবন বিপর্যস্ত। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখার জন্য উত্তরবঙ্গে রয়েছেন। বিপর্যস্ত এলাকাগুলিতে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলছেন তিনি। নিজস্ব চিত্র
আজ, মঙ্গলবার দুর্যোগ বিধ্বস্ত মিরিক ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধসে ক্ষতিগ্রস্তদের বাড়িতে ঢুকে স্বজনহারাদের খোঁজ নেন তিনি। একেবারে 'দিদির' মতো তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। গতকাল, সোমবার নাগরাকাটার টোন্ডু এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
প্রবল বৃষ্টি এবং ভুটানের জলে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। এই বিপর্যয়ে দার্জিলিংয়ের মিরিকে সব থেকে বেশি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যায় রাস্তা, বহু জায়গায় নামে ধস। ভেঙে গিয়েছে বহু বাড়িঘর। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরও মিলেছে। ওই এলাকার মানুষের পাশে থাকতে এদিন সকালেই সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র
স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের হাতে ত্রাণ তুলে দেন। বিপর্যয়ে স্বজনহারাদের পাশে থাকার বার্তাও দেন প্রশাসনিক প্রধান। নিজস্ব চিত্র
এদিন বেলায় মুখ্যমন্ত্রী মিরিকে পৌঁছেছিলেন। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। মিরিকের একাধিক এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। ধস বিধ্বস্ত এলাকাতেও তিনি পৌঁছে গিয়েছিলেন। নিজস্ব চিত্র
মিরিকের পর সুখিয়াপোখরি যান মুখ্যমন্ত্রী। সেখানকার পরিস্থিতিও খতিয়ে দেখেন তিনি। হেঁটেই বিভিন্ন জায়গা গিয়েছেন তিনি। নিজস্ব চিত্র
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি দুর্গতদের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন বাড়ি মেরামতির ১ লক্ষ টাকা। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে সুখিয়াপোখরিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। নিজস্ব চিত্র
পাশাপাশি ওই এলাকায় দ্রুত অস্থায়ী ব্রিজ তৈরির আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল, বুধবার রিভিউ মিটিং হবে বলে খবর। নিজস্ব চিত্র
উল্লেখ্য, রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন। নিজস্ব চিত্র
Published By: Suhrid DasPosted: 07:26 PM Oct 14, 2025Updated: 07:34 PM Oct 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
