Advertisement
আলো-আঁধারিতে মায়াবিনী মিমি, নেটভুবনে 'রেড অ্যালার্ট' জারি 'দুষ্টু কোকিলে'র
বৃষ্টিভেজা শহরে উষ্ণতার পারদ চড়ালেন মিমি চক্রবর্তী। দেখুন 'বোল্ড' অ্যালবাম।
আলো-আঁধারির মায়া। তাতেই মায়াবিনী মিমি চক্রবর্তী। বৃষ্টিভেজা শহরে ক্যামেরার সামনে উষ্ণতা ছড়িয়ে দিয়েছেন টলিউডের 'দুষ্টু কোকিল।'
'তুফান' ছবিতে বাংলাদেশি নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মিমি। সেই থেকেই নায়িকার এই 'দুষ্টু কোকিল' খেতাব। ছবি দেখেই অনুরাগীদের মনে একেবারে 'উরা ধুরা।'
২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড়পর্দার যাত্রা শুরু করেন। পরবর্তীতে 'বোঝেনা সে বোঝেনা', 'প্রলয়' থেকে 'রক্তবীজ', 'আলাপ', একের পর এক সিনেমার মাধ্যমে অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন মিমি।
বঙ্গকন্যা ইতিমধ্যেই বলিউড ডেবিউ করে ফেলেছেন পোস্তর হিন্দি রিমেক 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' ছবির সুবাদে।
সোশাল মিডিয়াতেও দারুণ সক্রিয় মিমি চক্রবর্তী। মাঝেমধ্যেই বোল্ড ছবি শেয়ার করে অনুরাগীমহলে সাড়া ফেলে দেন। এবারও বিশেষ ফটোশুটে লাল পোশাকে নেটভুবনে 'রেড অ্যালার্ট' জারি করলেন নায়িকা।
সম্প্রতি হইচই-এর সিরিজ ডাইনিতেও সাড়া ফেলে দিয়েছেন। এবার গুঞ্জন, মিমি চক্রবর্তী নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনার ভূমিকায় অভিনয় করবেন বায়োপিকে!
Published By: Sandipta BhanjaPosted: 05:47 PM Jul 19, 2025Updated: 05:47 PM Jul 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
