Advertisement
'অভয়া'র বিচার চেয়ে হাতে হাত মোহনবাগান-ইস্টবেঙ্গলের, জ্বলছে প্রতিবাদের মশাল
সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আবার একজোট বাঁধলেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। সুবিচারের দাবিতে বিশাল মিছিলে হাঁটলেন হাজার হাজার সমর্থকরা। ছবি-অমিত মৌলিক।
রবিবার বিকেলে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের তরফে। ছবি-অমিত মৌলিক।
সুবিচারের দাবিতে কারও হাতে পোস্টার, কারও হাতে মশাল। বরাবরের দ্বন্দ্ব ভুলে হাতে হাত রেখে মিছিলে দুই দলের সমর্খকরা। ছবি-অমিত মৌলিক।
Published By: Tiyasha SarkarPosted: 07:46 PM Sep 08, 2024Updated: 07:48 PM Sep 08, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ