Advertisement
শিল্ডজয় অমর একাদশকে উৎসর্গ শুভাশিসের, উচ্ছ্বসিত ক্লাব কর্তারা, ছবিতে মোহনবাগানের সেলিব্রেশন
২২ বছর পর শিল্ড জিতল সবুজ-মেরুন ব্রিগেড।
অমর একাদশ ও সমর্থকদের আইএফএ শিল্ড উৎসর্গ মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসুর। এই আইএফএ শিল্ডের সঙ্গে অমর একাদশ ছবি তুলেছিল। আজ সেই সুযোগ পেয়ে অন্যরকম অনুভূতি হচ্ছিল, বলে গেলেন মোহনবাগান অধিনায়ক।
এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁরাই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলকে পুরস্কৃত করেন।
আইএফএ শিল্ড ফাইনালে টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ৫-৪ গোলে হারিয়েছে মোহনবাগান। ২২ বছর পর শিল্ড জিতল সবুজ-মেরুন ব্রিগেড।
নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ১-১ থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। শেষমেশ ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে জয় গুপ্তার শট বাঁচিয়ে নায়ক সেই বিশাল কাইথ। কঠিন সময়ের এই জয় মোহনবাগানকে চাঙ্গা করবে। ডার্বির নায়ক বিশাল বলছেন, সমর্থকদের বিশ্বাসের মূল দিতে পেরে গর্বিত।
এদিন মোহনবাগানের হয়ে গোল করে নায়ক আপুইয়া। তিনি অবশ্য শুরুতে বিশ্বাসই করতে পারেননি, গোল করেছেন। পরে লাইন্সম্যানের দিকে তাকিয়ে নিশ্চিত হন।
এই ম্যাচ খেলার আগে মানসিকভাবে বেশ সমস্যায় ছিলেন মোহনবাগান ফুটবলাররা। ফুটবলারদের সঙ্গে সমর্থকদের কোথাও একটা দূরত্বও তৈরি হয়েছিল। সেখান থেকে ডার্বি জিততে হলে ইস্পাত কঠিন মানসিকতার প্রয়োজন পড়ে। সেটাই এদিন মাঠে দেখালেন কামিন্স, পেত্রাতোসরা।
কোচ মোলিনা মোহনবাগানের দায়িত্বে আসার পর যতগুলি ডার্বি খেলেছেন, সম্ভবত সেই সবকটির চেয়ে এই ডার্বির লড়াইটা কঠিন ছিল। কিন্তু তিনি ফুটবলারদের বাইরের বিতর্ক থেকে দূরে রেখে যেভাবে মাঠে মনোনিবেশ করাতে উদ্বুদ্ধ করেছেন সেটা প্রশংসনীয়।
Published By: Subhajit MandalPosted: 10:33 PM Oct 18, 2025Updated: 10:33 PM Oct 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
