Advertisement
টিফোয় মোহনবাগানের জয়গানের সঙ্গে ধন্যবাদ পুলিশকেও, পিকাচুর নাচে জমজমাট যুবভারতীর ফাইনাল
টানা তৃতীয়বার আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান।
টানা তৃতীয়বার আইএসএল কাপ ফাইনালে মোহনবাগান। দুরন্ত ফর্মে সবুজ-মেরুন ব্রিগেড। বেঙ্গালুরুর বিরুদ্ধে শনিবাসরীয় যুবভারতী তাই মোহনবাগানময়। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন ভক্তরা। সঙ্গে নানা বার্তার টিফো।
সাফল্য মানেই যেন মোহনবাগান। সে বার্তা যেমন এক টিফোতে, তেমনই বাগান ভক্তরা মনে করিয়ে দিলেন, ইতিমধ্যেই গঙ্গাপাড়ের তাঁবুতে রয়েছে একটি আইএসএল কাপ এবং একটি শিল্ডও।
এর আগে ২০২২-২৩ মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। যেখানে পেনাল্টি শুটআউটে ম্যাচ জেতে শতাব্দী প্রাচীন ক্লাব। ঘরে ওঠে ট্রফি।
তবে ক্লাবের বন্দনার পাশাপাশি সমর্থকরা এদিন টিফোর মাধ্যমে ধন্যবাদ জানান বিধাননগর পুলিশ কমিশনারেটকে। দীর্ঘদিন ধরে যেভাবে তারা সুষ্ঠভাবে ম্যাচের আয়োজনে অন্যতম ভূমিকা নিয়েছে, তা জন্য কৃতজ্ঞতা জানান দর্শকরা।
দলগত পারফরম্যান্সে সব দলকে পিছনে ফেলে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। দ্বিমুকুট কি আসবে? সেই আশা নিয়েই তো মাঠে আসা। হিরোদের প্রতি পূর্ণ আস্থা সমর্থকদের।
Published By: Sulaya SinghaPosted: 09:19 PM Apr 12, 2025Updated: 09:19 PM Apr 12, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ