Advertisement
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বুলেট-বেগে টোকিও থেকে সেন্ডাই সফর মোদির!
শনিবার জাপান সফর শেষে চিনের উদ্দেশে রওনা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বুলেট ট্রেনে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুলেট ট্রেনে টোকিও থেকে শেনডাই পর্যন্ত সফর করেন তিনি। দুই প্রধানমন্ত্রী নিজেদের সোশাল মিডিয়ায় এই সফরের ছবি শেয়ার করেছেন।
১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য জাপানে দুই দিনের সরকারি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। সেন্ডাইয়ে তিনি একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট ঘুরে দেখেন। পাশাপাশি বুলেট-ট্রেন কোচ উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সেন্ডাইয়ে, দুই নেতা পূর্ব জাপান রেলওয়ে কোম্পানিতে প্রশিক্ষণরত ভারতীয় লোকো পাইলটদের সঙ্গে দেখা করেন। তারা নতুন ALFA-X ট্রেনটিও পরিদর্শন করেন।
দুই দিনের সফরে শুক্রবার জাপান পৌঁছান মোদি। এই সফরে দিল্লি এবং টোকিয়োর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই দুই নেতার লক্ষ্য ছিল।
প্রধানমন্ত্রীর জাপান সফরের আরেক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হল চন্দ্রযানকে ঘিরে। দুই দেশের মধ্যে চুক্তি হল চন্দ্রযান-৫ নিয়ে। ইসরো ও জাক্সা একযোগে অভিযান চালাবে চাঁদের দক্ষিণ মেরুতে। সেখানে খনন ও পর্যবেক্ষণের মাধ্যমে জলের অস্তিত্বের বিষয়টি খতিয়ে দেখবে।
চিনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের আগে প্রধানমন্ত্রী মোদী সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স প্রস্তুতকারক টোকিও ইলেকট্রন পরিদর্শন করেন। চিপ শিল্পকে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে বর্ণনা করেন তিনি।
Published By: Anustup Roy BarmanPosted: 01:42 PM Aug 30, 2025Updated: 01:42 PM Aug 30, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
