Advertisement
মঙ্গলের মাটিতে রহস্যময় 'এলিয়েন' পাথর! বিস্মিত নাসার বিজ্ঞানীরা
কী খুঁজে পেল নাসার পারসেভারেন্স?
মঙ্গলগ্রহ! মহাকাশের 'লাল লণ্ঠন'। যুগে যুগে এই গ্রহ মানুষকে ভাবিয়েছে। আশান্বিতও করেছে। মহাকাশের দোসর খুঁজে পাওয়ার আশা। এইচজি ওয়েলস লিখেছিলেন ‘দ্য ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস’। মঙ্গলের প্রাণীদের পৃথিবী আক্রমণের সেই কাহিনি আজও জনপ্রিয়। তবে এখন মানুষ জেনে গিয়েছে, ওই গ্রহে প্রাণের কোনও অস্তিত্বই নেই। তবু আজও মঙ্গলকে ঘিরে বিস্ময়ের অবধি নেই। সম্প্রতি বিজ্ঞানীরা এক আজব আকার ও আকৃতির পাথরের চাঁইয়ের সন্ধান পেয়েছেন সেখানে। যাকে ঘিরে ঘনাল রহস্য।
সত্যজিতের কাহিনি থেকে আমরা জেনেছি বিড়াল নিউটন, ভৃত্য প্রহ্লাদ, রোবট বিধুশেখরকে নিয়ে স্বয়ং প্রোফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু নেমেছিলেন মঙ্গলে। তারও আগে ১৯৩৩ সালে হেমেন্দ্রকুমার রায়ের ‘মেঘদূতের মর্ত্যে আগমন’ কাহিনিতেও ছিল মঙ্গলের বর্ণনা!
আজ মঙ্গলের মাটি আর দূরে নয় মানুষের থেকে। নিজেরা পা না ফেলতে পারলেও মানুষের পাঠানো যান ঘুরে বেড়াচ্ছে সেখানে। নাসার পারসেভেরান্স তেমনই এক মঙ্গলযান। আর সেই যানই খুঁজে পেয়েছে ওই টিলা!
বলা ভালো, ২০২১ সালে মঙ্গলের মাটিতে অবতরণ করেছিল পারসেভারেন্স। অন্যদিকে ২০১২ সালে সেখানে পৌঁছয় নাসার আরেক মঙ্গলযান কিউরিসিটি। এবছরই মঙ্গলগ্রহে সবচেয়ে বড় জৈব যৌগ আবিষ্কার করেছে কিউরিওসিটি রোভার। যা ইঙ্গিত দিচ্ছে হয়তো কোনও এক সময় হয়তো মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। এবার সেখানে এই রহস্যময় পাথর খুঁজে পেল পারসেভারেন্স।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর। দেখা মেলে মঙ্গলের রহস্যময় চাঁইয়ের। নাসা পরে এক ব্লগে যাকে 'অতিথি' বলে উল্লেখ করে। অজানা আকার ও আকৃতির এই পাথরকে ঘিরে কৌতূহলের শেষ নেই। কেননা বিজ্ঞানীরা পরীক্ষা করে বুঝতে পেরেছেন, এই পাথর মঙ্গলের নয়!
বিজ্ঞানীদের যেটা বিস্মিত করেছিল, তা হল মঙ্গলগ্রহের মাটির চরিত্রের সঙ্গে ওই পাথরের বৈপরীত্য। সুপারক্যাম লেজারের সাহায্যে প্রাথমিক বিশ্লেষণ করে দেখা যায় পাথরটির মধ্যে লোহা ও নিকেল মিশে রয়েছে।
Published By: Biswadip DeyPosted: 05:09 PM Nov 19, 2025Updated: 05:12 PM Nov 19, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
