Advertisement
তুষার চাদরে মুখ ঢাকল নাথু-লা, ছাঙ্গু! উত্তরবঙ্গের দুঃখ ভুলে মেতে উঠলেন পর্যটকরা
এটাই মরশুমের প্রথম তুষারপাত।
একদিকে বিষাদ, অন্যদিকে উচ্ছ্বাস! শনিবারের রাতের প্রবল বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছে উত্তরবঙ্গ। প্রাকৃতিক বিপর্যয়ের কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। এখনও স্বাভাবিক নয় বিভিন্ন এলাকা।
কোথায় ভেঙে পড়েছে রাস্তা, তো কোথাও আবার ধসের ছবি স্পষ্ট। সমতলের নদীগুলো ঝাঁপিয়ে পড়ে ঘরছাড়া করে ছেড়েছে কয়েক হাজার মানুষকে।
ঠিক তখন সিকিমের চিন সীমান্ত নাথু-লা শ্বেতশুভ্র তুষারে মুখ ঢেকেছে। পর্যটকরা এমন নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা। একেবারে বাঁধন ছাড়া উচ্ছ্বাস দেখা যায় পর্যটকদের মধ্যে।
রবিবার সকাল থেকেই তুষারের চাদরে মুখ ঢেকেছে পূর্ব সিকিমের নাথু-লা, ছাঙ্গু উপত্যকা। এটাই মরশুমের প্রথম তুষারপাত। আর সেই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তে আজ, সোমবার সকাল থেকে প্রচুর পর্যটক সেখানে ভিড় জমাতে শুরু করেন।
শুরু হয়েছে বরফের গোল্লা পাকিয়ে খুনসুটি আবার সেলফি তোলার জন্য হুটোপুটি। কে বলবে ভূমিধসে সিকিমেও একাধিক রাস্তা অবরুদ্ধ হয়ে আছে!
Published By: Kousik SinhaPosted: 05:30 PM Oct 06, 2025Updated: 05:30 PM Oct 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
