Advertisement
'দেশপ্রেমের মূর্ত প্রতীক', রাজনাথের থেকে লেফটেন্যান্ট কর্নেলের সম্মান পেলেন 'সৈনিক' নীরজ
অপারেশন সিঁদুরের পর পদোন্নতি হয়েছে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার।
অপারেশন সিঁদুরের পর পদোন্নতি হয়েছে ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার। এতদিন টেরিটোরিয়াল আর্মির সাব মেজর পদে ছিলেন ভারতের সোনার ছেলে। গত এপ্রিল মাসেই নীরজকে উন্নীত করা হয় লেফটেন্যান্ট কর্নেল পদে।
২০১৬ সালের ২৬ আগস্ট জুনিয়র কমিশনড অফিসার হিসাবে নায়েব সুবেদার পদে টেরিটরিয়াল আর্মিতে যোগ দেন নীরজ। সেখান থেকে বেশ কয়েকবার পদোন্নতি হয় জ্যাভলিন থ্রোয়ারের।
এবছর লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হলেন নীরজ। সামরিক দপ্তরের যুগ্ম সচিবের বিবৃতিতে বিষয়টি জানা গিয়েছে। গত ১৬ এপ্রিল থেকেই লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হয়েছেন নীরজ।
তবে বছরের প্রথমদিকে লেফটেন্যান্ট কর্নেল হলেও এতদিন সরকারিভাবে তাঁকে সামরিক মেডেল দিয়ে অভিষিক্ত করা হয়নি। বুধবার নীরজকে লেফটেন্যান্ট কর্নেলের মেডাল প্রদান করা হল সাউথ ব্লকের এক বিশেষ অনুষ্ঠানে।
নীরজকে মেডেল পরিয়ে দেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অলিম্পিকে জোড়া পদকজয়ীর কথা বলতে গিয়ে রাজনাথের মত, "দেশপ্রেম, অধ্যবসায় এবং অসাধারণ হয়ে ওঠার মূর্ত প্রতীক নীরজ।"
এদিন সাউথ ব্লকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারতীয় সেনা এবং টেরিটরিয়াল আর্মির একাধিক আধিকারিকও হাজির ছিলেন এদিনের অনুষ্ঠানে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ আগস্ট টেরিটরিয়াল আর্মিতে যোগ দেন নীরজ। রাজপুতানা রাইফলসে নিযুক্ত রয়েছেন তিনি। ২০২০ সালে টোকিও অলিম্পিকে সোনা জেতার পরেই একাধিকবার পদোন্নতি হয়েছে তাঁর।
Published By: Anwesha AdhikaryPosted: 05:06 PM Oct 22, 2025Updated: 05:06 PM Oct 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
