Advertisement
বেশি বেতন থেকে সুদ কমা, আগামী বছরের নতুন নিয়মে বাড়বে সঞ্চয়!
নতুন বছরের শুরুতেই বদলে যাবে বেশ কিছু নিয়ম।
আসছে নতুন বছর। আর এই নতুন বছরের শুরুতেই বদলে যাবে বেশ কিছু নিয়ম। পুরনো পদ্ধতি ভুলে আপনাকেও শিখে নিতে হবে এই নিয়ম যাতে সহজ হয় আপনার গুরুত্বপূর্ণ কাজ। দেখা নিন কী কী বদল হবে।
এবার থেকে আপনার ক্রেডিট স্কোর প্রতি সপ্তাহে আপডেট করা হবে। আগে এই কাজ করা হতো মাসে দু'বার। এর অর্থ, ঋণ শোধের ক্ষেত্রে বিলম্ব হলে তা আগের তুলনায় দ্রুত দেখা যাবে।
ঋণের উপর সুদের হার ইতিমধ্যেই কমছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) এবং এইচডিএফসি ব্যাংকের মতো বড় ব্যাংকগুলি সুদের হার কমিয়েছে এর ফলে গৃহ ঋণ ও ব্যক্তিগত ঋণ যারা নেবেন তাঁরা কিছুটা স্বস্তি পাবেন।
ফিক্সড ডিপোজিটের হারও সংশোধন করা হবে। এর ফলে সঞ্চয় থেকে আয়ের উপর নির্ভরশীলদের রিটার্ন প্রভাবিত হবে।
জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে প্যান-আধার লিঙ্কিং-এর নিয়ম। যারা এই দুটি এখনও লিঙ্ক করেননি তাঁরা ব্যাঙ্কিং পরিষেবা বা সরকারি প্রকল্পগুলি অ্যাক্সেস করতে অসুবিধার সম্মুখীন হবেন। আধিকারিকরা জানিয়েছেন এর সাহায্যে নিয়মের অপব্যবহার কমবে।
ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রেও পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। সিমকার্ডের অপব্যবহার এবং ভুয়ো অ্যাকাউন্ট কমাতে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগনালে সিম ভেরিফিকেশন রুল চালু হবে বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন জিনিসের দামেও পরিবর্তন করা হবে বলে জানা গিয়েছে। জানুয়ারির প্রথম দিন থেকে বদলে যাচ্ছে এলপিজি-র দাম। একই দিনে বদলে যাবে বিমানের জ্বালানির দাম।
২০২৬ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে নতুন আয়কররের ফর্ম। এই ফর্মে মানুষের ব্যাঙ্ক লেনদেন এবং খরচের হিসাব থাকবে। এই নতুন ফর্ম হবে অনেক সহজ কিন্তু এর মধ্যে ভুলের সম্ভাবনা কম্বে বলে জানা গিয়েছে।
নতুন বছরে সরকারি কর্মচারীরা পেতে চলেছেন অষ্টম পে কমিশন। পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে এই পে কমিশন। এর মাধ্যমে ডিএ বাড়বে।
Published By: Anustup Roy BarmanPosted: 04:17 PM Dec 25, 2025Updated: 07:24 PM Dec 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
