Advertisement
পর্যটনেই সন্ত্রাস থেকে মুক্তি ভূস্বর্গের, এবার 'অভিশপ্ত' বৈসরন উপত্যকায় রোপওয়ে!
১২০ কোটি টাকার প্রকল্প।
'স্বর্গ' কাশ্মীরকে 'নরক' বানানোর চক্রান্তেই ছিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা। অপারেশন সিঁদুরে ২৬টি তরতাজা প্রাণের হত্যার বদলা নিয়েছে ভারতীয় সেনা। সেই স্মৃতি এখনও দগদগে। এর মধ্যেই নতুন করে প্রাণ পাচ্ছে উপত্যকায় পর্যটকদের প্রিয় গন্তব্য পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা। এবার রোপওয়েও চালু হবে সেখানে।
সুন্দরী জম্মু ও কাশ্মীর বরাবর সন্ত্রাসের জবাব হিসাবে বেছে নিয়েছে পর্যটনকে। মৃত্যু, রক্ত, হিংসার বিরুদ্ধে কাশ্মীরের মানুষের 'মেহমান নওয়াজি' বরাবর পর্যটকদের মন জয় করেছে। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) রোপওয়ের নির্মাণে সবুজ সঙ্কেত দিয়েছে জন্মু ও কাশ্মীর সরকারকে।
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই রোপওয়ে প্রকল্পের দায়িত্বে রয়েছে ‘জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার কর্পোরেশন’। জম্মু ও কাশ্মীরের বিধানসভা অধিবেশনে পহেলগাঁওয়ের বিধায়ক আলতাফ আহমেদ জানিয়েছেন, পহেলগাঁওকাণ্ডের পরবর্তী পরিস্থিতিতে কাজ শুরু করা যায়নি। এবারে তা শুরু হবে। জঙ্গিহানার তদন্ত চালাচ্ছে এনআইএ। তারা সুবজসঙ্কেত দিয়েছে।
রোপওয়ে প্রকল্প সম্পর্কে এনআইএ-র এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই বিষয়ে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি, তদন্তের দিক থেকে আমাদের কোনও আপত্তি নেই।” অর্থাৎ কিনা তদন্তকারী সংস্থাও কাশ্মীরের স্বাভাবিকতা ফেরাতে বদ্ধপরিকর।
Published By: Kishore GhoshPosted: 07:55 PM Nov 02, 2025Updated: 07:55 PM Nov 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
