Advertisement
স্বচ্ছ কালো পোশাকে স্পষ্ট বক্ষ বিভাজিকা! পুরুষহৃদয়ে 'নোরা' ঝড়
নোরার শরীরী বিভঙ্গীতে মজে নেটিজেনরা। দেখে নিন নোরার এই ছবিগুলি।
কীভাবে সোশাল মিডিয়া মাতিয়ে রাখতে হয় এবং অনুরাগীদের মনে পাকাপাকি জায়গা তৈরি করতে হয় তা নোরা ফতেহি ভালোভাবেই জানেন।
ট্রান্সপ্যারেন্ট ব্ল্যাক বোল্ড আউটফিট সঙ্গে মানানসই মেকআপ, হেয়ারস্টাইল আর এক্সপ্রেশনে লাইমলাইট কেড়ে নিলেন নোরা।
ক্যাপশনে নোরা লিখেছেন, 'এই রাতের একটা ভাইব ছিল'। নেটপাড়ায় জানিয়েছেন, বিশেষ সম্মান পাওয়া এবং ফ্যাশন স্টেটমেন্ট প্রশংসিত হওয়ার কথা।
সত্যিই নোরার স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ নেটপাড়া। তিনি যা পড়েন তাই যেন ট্রেন্ড হয়ে যায়। এথনিক পোশাক থেকে ওয়েস্টার্ন পোশাক সবেতেই নোরা অপরূপা।
Published By: Arani BhattacharyaPosted: 09:26 PM Jun 08, 2025Updated: 10:57 AM Jun 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ