Advertisement
দুর্যোগে ভেসে যাওয়া ১৫ দিনের হস্তিশাবকের পুনর্বাসন, অতিথিসেবায় ব্যস্ত জলদাপাড়া
মেচি নদীতে ভেসে যাওয়া হাতি শাবককে আনা হল জলদাপাড়ার পিলখানায়।
ইন্দো নেপাল সীমান্তের মেচি নদী থেকে উদ্ধার ১৫ দিন বয়সের হস্তিশাবক এল জলদাপাড়া জাতীয় উদ্যানে। তথ্য ও ছবি : রাজ কুমার
বনাঞ্চলে ছাড়ার পরে হাতির পাল নেয়নি ওই শাবকটিকে। ফিরিয়ে দিয়েছে মা। অবশেষে ঠাই জলদাপাড়ার পিলখানায়। তথ্য ও ছবি : রাজ কুমার
জানা গিয়েছে ৫ অক্টোবরের বিপর্যয়ে মেচি নদীতে ভেসে যায় হাতি শাবকটি। তারাবাড়ি এলাকায় দলছুট হয়ে যায় সে। মনিরাম এলাকায় তাঁকে উদ্ধার করা হয়। তথ্য ও ছবি : রাজ কুমার
কার্শিয়াং ফরেস্টের পানিঘাট্টা রেঞ্জের কলাবাড়ি বিটে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ১৫ দিন বয়সের শাবকটিকে ফিরিয়ে নেয়নি হাতির পাল। ফিরিয়ে নেয়নি মা হাতিও। এরপরে এদিক ওদিক ঘুরতে থাকে ওই শাবকটি। তথ্য ও ছবি : রাজ কুমার
হাতি শাবকের শরীরে মানুষের ছোঁয়া লাগলে অনেক সময় হাতির পাল তাকে আর ফিরিয়ে নেয় না। সেই কারণেই এই শাবকটিকেও ফিরিয়ে নেয়নি বলে মত বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। তথ্য ও ছবি : রাজ কুমার
Published By: Anustup Roy BarmanPosted: 12:41 PM Oct 11, 2025Updated: 12:44 PM Oct 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
