Advertisement
বৃষ্টিতে তছনছ উত্তরবঙ্গ! জলদাপাড়ায় জলে ভেসে গেল গণ্ডার, দেখুন দুর্যোগ-চিত্র
বহু মানুষের প্রাণহানির আশঙ্কা।
নিম্নচাপের ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে জনজীবন বিপর্যস্ত। জলদাপাড়ায় জলস্রোতে ভেসে যেতে দেখা গিয়েছে একটি গঙ্গারকে। প্রবল বৃষ্টিতে অরণ্যের অন্যান্য পশুপাখিরাও প্রবল দুরাবস্থার কবলে। এমনই আশঙ্কা করা হয়েছে।
দার্জিলিংয়ে প্রবল বৃষ্টিতে একাধিক রাস্তায় ধস নেমেছে। একাধিক ব্রিজ ভেঙে যাওয়ার খবর এসেছে। যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। দুর্যোগে বহু মানুষের মৃত্যু হয়েছে বলে এখনও অবধি খবর। দার্জিলিং থেকে শিলিগুড়িগামী রাস্তা বন্ধ।
টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। তিস্তা, মহানন্দা, জলঢাকা, তোর্সা পাহাড়ী নদীগুলিতে বিপদসীমার উপর দিয়ে জল বইছে। লাল সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে। সিকিম, ভুটান, নেপালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সেখান থেকেও উত্তরবঙ্গের নদীগুলিতে জল আসছে।
দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে, জানিয়েছে মৌসম ভবন। ধস নেমেছে লোকালয়ে। ধসের প্রভাবে বহু বাড়ি কার্যত এই মুহূর্তে খাদের কিনারে দাঁড়িয়ে। প্রশাসন সাধারণ মানুষদের উদ্ধারকাজে নেমেছে।
প্রকৃতির রোষে বিপর্যস্ত আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকা। ১ ব্লকের শালকুমারহাটের শিশামারা নদীর বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকে পড়েছে নেপালিবস্তি, নতুনপাড়া ও জলদাপাড়া বাজারে। বহু মানুষ জলবন্দি।
জলদাপাড়ার সিসামারা জঙ্গলেও জলের স্রোত বয়ে চলেছে। বহু জায়গা জলবন্দি। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির দিকে নজর রেখেছে বনদপ্তরের কর্মী-আধিকারিকরা।
তিস্তায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে প্রায় ১৫ হাজার কিউমেক জল ছাড়া হয়েছে তিস্তায়। সেচ দপ্তরের রেকর্ড বলছে সকাল ৯ টায় জল ছাড়া হয়েছে ৫১৬৬.৯২ কিউসেক, ১০ টায় ৪৯২৭.০৯ কিউসেক, ১১ টায় ৪৫৩৯.৬০ কিউসেক জল। তাতেই উত্তাল হয়ে রয়েছে তিস্তা। বাঁধের একাধিক জায়গায় ফাটল নজরে আসায় উদ্বিগ্ন বাসিন্দারা। পরিস্থিতি ঘুরে দেখলেন জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপার।
আলিপুরদুয়ার জেলার একাধিক এলাকাও জলমগ্ন। শিল তোর্সা নদীতে প্রবল জলস্রোত দেখা গিয়েছে। জলে ভেসে গিয়েছে আশপাশের এলাকা। জেলা প্রশাসন ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে।
Published By: Suhrid DasPosted: 02:26 PM Oct 05, 2025Updated: 02:26 PM Oct 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
