Advertisement
ঝকঝকে বিরাট কামরা, সুসজ্জিত শৌচালয়, রয়েছে টিভি! ভারতে ফিরলে কাসাভের সেলে থাকবেন মেহুল চোকসি
ভারতের জেলের ছবি বেলজিয়ামে পাঠাল নয়াদিল্লি।
বড়সড় বিপাকে পলাতক হীরে ব্যবসায়ী মেহুল চোকসি। কয়েকদিন আগেই বেলজিয়ামের আদালত জানিয়েছিল, চোকসিকে ভারতের হাতে প্রত্যর্পণে কোনও বাধা নেই।
এবার হিরে ব্যবসায়ীকে তিরস্কার করে বেলজিয়ামের আদালত জানিয়ে দিল, যে অপরাধের অভিযোগ মেহুলের বিরুদ্ধে রয়েছে, সেগুলি প্রমাণিত হলে বেলজিয়ামের আইন মোতাবেকও সেগুলি শাস্তিযোগ্য। তবে মেহুলকে ভারতে ফেরানোর পথে একটাই বাধা ছিল। এ দেশের জেলগুলির পরিবেশ নিয়ে উদ্বিগ্ন ছিল বেলজিয়াম।
মেহুলের জন্য উপযুক্ত ন্যূনতম জীবনযাপনের প্রয়োজনীয় সুবিধাযুক্ত জেলের ব্যবস্থা করতে পারবে কিনা ভারত সরকার, জানতে চেয়েছিল বেলজিয়াম। এবার সেই দাবিও পূরণ করল নয়াদিল্লি। বেলজিয়ামের প্রশাসনকে চোকসির জন্য যে জেলের ব্যবস্থা করা হয়েছে সেটার বিস্তারিত পাঠিয়ে দিল ভারত।
ভারত সরকার ঠিক করেছে মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর বারাকে রাখা হবে মেহুল চোকসিকে। ওই বারাকেই আগে রাখা হয়েছিল মুম্বই হামলায় অভিযুক্ত কাসাভকে। জেলের ওই বারাকটিতে সবরকম ন্যূনতম সুবিধা রাখা হয়েছে।
দুটি পৃথক কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে সংযুক্ত শৌচাগার, পর্যাপ্ত আলো, একটি টেলিভিশন সেট রয়েছে জেলে। ওই বারাকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা ও স্বাস্থ্যরক্ষায় পূর্ণ ব্যবস্থা থাকবে।
সেলটিতে রয়েছে একেবারে প্রথম সারির শৌচাগার। পুরোটাই মার্বেল দ্বারা সুসজ্জিত। পুরো সেলে পর্যাপ্ত আলোবাতাসের ব্যবস্থাও রয়েছে।
গুজরাটের এই হিরে ব্যবসায়ী ২০১৮ সালে দেশ ছেড়ে পালান। সেই সময় দেশ ছাড়েন আরেক ঋণখেলাপী তাঁরই ভাইপো নীরব মোদিও। পরে জানা যায়, চোকসি আস্তানা গেড়েছেন দক্ষিণ আমেরিকার অ্যান্টিগা।
জানা যায়, অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেই দ্বীপেই নাকি আস্তানা গেড়েছেন মেহুল চোকসি। সেখানে বারবার চোকসি জানান, তিনি আর ভারতীয় নন, অ্যান্টিগার নাগরিক।
Published By: Subhajit MandalPosted: 05:43 PM Oct 22, 2025Updated: 05:50 PM Oct 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
