Advertisement
উপহার পেলেন বিশ্বজয়ীদের সই করা জার্সি, বিশ্বকাপ হাতে হরমন-স্মৃতিদের সঙ্গে ফটোসেশন মোদির
নিজের বাসভবনে বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন মোদি।
নারীশক্তির দাপটে বিশ্বমঞ্চে গর্বিত হয়েছে ভারত। প্রথমবার মহিলাদের বিশ্বকাপ এসেছে ভারতের ঘরে। ইতিহাস গড়া সেই ব্রিগেডকে এবার সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার বিকেল চারটে নাগাদ প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছয় গোটা দল। চ্যাম্পিয়নের মেডেল না পেলেও বিশ্বকাপজয়ী দলের সঙ্গে মোদির বাসভবনে গিয়েছিলেন প্রতীকা রাওয়ালও।
নিজের বাসভবনে বিশ্বকাপজয়ী দলকে সংবর্ধনা দিয়েছেন মোদি। বিশেষ বার্তাও দিয়েছেন হরমনপ্রীত কৌরদের। গোটা বিশ্বজয়ী দল এদিন গিয়েছিল ৭ লোক কল্যাণ মার্গে।
ভারতীয় দলের ব্লেজার পরে মোদির বাসভবনে গিয়েছিলেন স্মৃতি মান্ধানারা। বিশ্বকাপ ট্রফি নিয়েই গিয়েছিলেন তাঁরা। প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বকাপ হাতে ছবি তোলে গোটা টিম। এমনকি হুইলচেয়ারে বসে থাকা প্রতীকাও উঠে দাঁড়ান ছবি তোলার জন্য।
বিশ্বজয়ী ক্রিকেটারদের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে ক্রিকেটারদের প্রত্যেকদিনের জীবনযাত্রা, আলোচনায় উঠে এসেছিল এমন অনেক বিষয়।
বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মার হাতে ভগবান হনুমানের ট্যাটু, ইনস্টাগ্রামের 'জয় শ্রী রাম' বায়ো নিয়ে প্রশ্ন করেন মোদি। উত্তরে দীপ্তি জানান, এগুলো তাঁকে শক্তি যোগায়।
২০১৭ বিশ্বকাপ ফাইনালে হারের পরও ভারতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী। সেই স্মৃতি রোমন্থন করেন বিশ্বজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর।
Published By: Anwesha AdhikaryPosted: 09:43 PM Nov 05, 2025Updated: 09:43 PM Nov 05, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
