Advertisement
সিঁদুর হুঙ্কারে সর্দার প্যাটেলকে জন্মজয়ন্তীর শ্রদ্ধা মোদির, নিশ্চুপে ইন্দিরা স্মরণে কংগ্রেস
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী ছিল শুক্রবার।
সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকী। দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর জন্মদিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে গুজরাটের একতা নগরে বর্ণাঢ্য অনুষ্ঠান। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিবস উদযাপনে ছিল কুচকাওয়াজ, এয়ার শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শুক্রবার সকাল ৮টায় স্ট্যাচু অফ ইউনিটিতে পৌঁছন প্রধানমন্ত্রী। ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার আগে এক্স হ্যান্ডেলে জাতীয় ঐক্য দিবসের শুভেচ্ছা জানান।
ভাষণ দিতে গিয়ে মোদি বলেন, ৫৫০টি রাজ্যকে একত্রিত করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেই সঙ্গে তোপ দেগেছেন কংগ্রেস সরকারকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস আমলে জাতীয় সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হত না। আজকের ভারত শত্রুদের যে ভাষায় জবাব দেয়, সেটা অনেক বেশি শক্তিশালী, দৃশ্যমান এবং দৃষ্টান্তমূলক।
মোদির অভিযোগ, পূর্ববর্তী সরকারগুলি (পড়ুন কংগ্রেস সরকারগুলি) সর্দার প্যাটেলের আদর্শ ভুলেছে। দেশের একতা আজ প্রশ্নের মুখে। ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস।
শুক্রবার গুজরাটের একতা নগরে দাঁড়িয়ে মোদি বলেন, “গত কয়েক দশক ধরে বিদেশি অনুপ্রবেশ ঘটেছে। আমাদের দেশের জনবিন্যাস বদলে গিয়েছে তার জেরে। কিন্তু আগের সরকার এই গুরুত্বপূর্ণ ইস্যুতে নজর দেয়নি, অন্ধ হয়ে বসে থেকেছে।"
একদিকে ধুমধাম করে পালিত হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, অন্যদিকে নিশ্চুপে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস পালন করল কংগ্রেস।
Published By: Anwesha AdhikaryPosted: 04:35 PM Oct 31, 2025Updated: 04:35 PM Oct 31, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
