Advertisement
মেডেল পরেই প্রধানমন্ত্রী সাক্ষাতে প্রতীকা, মোদিকে 'অনুপ্রেরণা' বললেন স্মৃতি, আর কে কী করলেন?
ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, ক্রিকেট কেরিয়ার সবকিছু সম্পর্কেই খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ভারতীয় মহিলা দল। ইতিহাস গড়া সেই দলকে লোক কল্যাণ মার্গে ডেকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পুরো সাক্ষাৎকারের একটি ভিডিও বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে প্রধানমন্ত্রী সোশাল মিডিয়া হ্যান্ডেলে।
প্রধানমন্ত্রীর প্রোফাইলে প্রকাশিত ভিডিও-তে স্পষ্ট, মহিলা ক্রিকেট সম্পর্কে বেশ তথ্য আছে প্রধানমন্ত্রীর কাছে। ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন, ক্রিকেট কেরিয়ার সবকিছু সম্পর্কেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালোমতোই জানেন। অতীতে মেয়েদের পারফরম্যান্স নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
বিশ্বকাপ জয়ের পথে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও ICC-র নিয়মের কারণে বিজয়ীর পদক পাননি ওপেনার প্রতীকা রাওয়াল। কারণ চোটের জন্য টুর্নামেন্টের ফাইনালে তিনি ছিলেন না।
চমকপ্রদভাবে এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় প্রতীকার গলায় মেডেল ছিল। মোদির সঙ্গে তাঁর যে ছবিগুলি প্রকাশ্যে এসেছে, তাতে একটি ছবিতে প্রতীকার গলায় মেডেল দেখা গিয়েছে। কেউ কেউ বলছে, ICC হয়তো নিয়ম শিথিল করে প্রতীকার অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে একটি মেডেল দিয়েছে।
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে ICC, BCCI বা প্রতীকা— কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেননি। আবার একটি ছবিতে দেখা গিয়েছে প্রতীকার গলায় মেডেল থাকলেও অমনজ্যোতের গলায় নেই। অনেকে বলছেন, তাহলে হয়তো সতীর্থের জন্য নিজের মেডেলটি খুলে দিয়েছেন অমনজ্যোত। যদিও এ নিয়ে স্পষ্ট কোনও খবর প্রকাশ্যে আসেনি।
প্রতীকার সঙ্গে আরও একটি মিষ্টি মুহূর্ত উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় দলের ওপেনার হুইলচেয়ারে থাকার দরুণ, তাঁর খাবার খেতে সমস্যা হচ্ছিল। মোদি নিজের হাতে প্রতীকাকে খাবার এগিয়ে দিয়েছেন। সেই সঙ্গে রসিকতার স্বরে প্রশ্ন করেছেন, 'এই খাবারটা পছন্দ তো?' প্রধানমন্ত্রীর এই ব্যবহার মন জিতেছে অনেকের।
Published By: Subhajit MandalPosted: 03:24 PM Nov 06, 2025Updated: 05:54 PM Nov 06, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
