Advertisement
'ভিক্ষা করি, গুহায় থাকি', সর্বস্ব খুইয়ে হিমালয়ে কঠিন সাধনা! কীভাবে অভিনেত্রী থেকে সন্ন্যাসিনী হলেন নুপূর?
দেড়শো সিরিয়ালে অভিনয় করা অভিনেত্রীর সন্ন্যাসজীবন কেমন? দেখুন ছবিতে।
নুপূর অলঙ্কার, ভারতীয় টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী। একসময়ে 'আগলে জনম মোহে বিটিয়া কিজো', 'ঘর কী লক্ষ্মী বেটিয়া' থেকে একাধিক সিরিয়ালের সুবাদে টেলিদর্শকদের অন্দরমহলে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু অদৃষ্টের কী পরিহাস!
বিনোদুনিয়ার লাইমলাইট থেকে দূরে নুপূর বর্তমানে হিমালয়ের পাহাড়ি অঞ্চলের বাসিন্দা। বছরখানেক আগে সন্ন্যাস নিয়ে আধ্যাত্মিক সফর শুরু করেছেন অভিনেত্রী। তবে একদিনে টেলিদুনিয়াকে 'আলবিদা' জানানোর সিদ্ধান্ত নেননি নুপূর অলঙ্কার। এর নেপথ্যে রয়েছে এক যন্ত্রণাদায়ক অধ্যায়।
সম্প্রতি 'টেলি টক ইন্ডিয়া'র সঙ্গে কথোপকথনে সেই অন্ধকার অধ্যায়ের কথা জানান অভিনেত্রী। পিএমসি ব্যাংক কেলেঙ্কারি, পর পর মা এবং বোনের মৃত্যুশোকের ধাক্কা সামলাতে পারেননি। তাই সাংসারিক জীবনযুদ্ধ ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নুপূর।
অভিনেত্রী জানান, পিএমসি ব্যাংক কেলেঙ্কারির মাধ্যমেই আমাদের পরিবারে কঠিন সময় শুরু হয়। আর্থিক অনটনের চাপে আমার মা অসুস্থ হয়ে পড়েন। সেসময়ে মায়ের চিকিৎসার জন্য টাকাও সেভাবে ছিল না নুপূরের কাছে। এরপর বোনের মৃত্যু। সেটাই অভিনেত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
নুপূর বলেন, "এই ঘটনার পরই আমি আমার ঘনিষ্ঠদের থেকে সন্ন্যাস নেওয়ার অনুমতি নিই। অনিচ্ছা সত্ত্বেও ওঁরা আমাকে অনুমতি দেন। এরপরই আমি আধ্যাত্মিক পথ অনুসরণ করি।"
জীবনটাকে এখন অন্যভাবে দেখেন নুপূর। তারকা থাকাকালীন আগে জীবনযাত্রার জন্য আলাদা খরচ বরাদ্দ রাখতে হত। তবে সন্ন্যাস নেওয়ার আগে ব্রহ্মচর্য পালন করা কালীন মাসে ১০-১২ হাজার টাকা দিয়েই মাসখরচ চালাতেন নুপূর।
এই সময়ে 'ভিক্ষাটন' রীতিও পালন করতে হয়েছে একসময়কার জনপ্রিয় টেলিঅভিনেত্রীকে। বছরে বেশ কয়েকবার ভিক্ষা করে ক্ষুধা নিবারণ করতেন তিনি। হাত পেতে নৈবেদ্য নিয়ে সেটা ভাগ করে নিতে হত নিজের গুরুর সঙ্গে। নুপূর জানালেন, এতে অহমবোধ ভাঙে।
নায়িকা হওয়ার সুবাদে একসময়ে ডিজাইনার পোশাক পরতেন, কিন্তু সন্ন্যাসযাপনে নুপূরের সঙ্গী হয় মোটে চার-পাঁচটি গেরুয়া বসন। সেটাও যাঁরা আশ্রমে পোশাক, খাবার নিয়ে আসতেন, সেখান থেকেই পাওয়া।
Published By: Sandipta BhanjaPosted: 05:02 PM Nov 04, 2025Updated: 05:02 PM Nov 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
