Advertisement
'তোমার সঙ্গে সারাটা জীবন...', নিকের জন্মদিনে 'রোম্যান্টিক শুভেচ্ছা' প্রিয়াঙ্কার
জন্মদিনের পোস্টে নিককে কী বললেন প্রিয়াঙ্কা?
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। তবে বর্তমানে পাকাপাকিভাবে মার্কিন মুলুকের বাসিন্দা। তিনি আর কেউ নন প্রিয়াঙ্কা চোপড়া। মার্কিন পপতারকা নিক জোনাসে সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ২০১৮ সালে।
বিয়ের সাত বছর পরও প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারকা দম্পতি। ২০১৮ থেকে ২০২৫ সাল দাম্পত্যে ভালোবাসা রয়েছে আজও অটুট।
১৬ সেপ্টেম্বর নিকের জন্মদিনে আরও একবার স্বামির সঙ্গে তোলা নানা আদুরে মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিলেন প্রিয়াঙ্কা।
পোস্টের ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, 'জীবনের প্রতিটা ১৬ সেপ্টেম্বর তোমার সঙ্গে কাটাতে পারব এটার জন্যও আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করি। তোমার সঙ্গে সারাটা জীবন কাটাতে পেরে আমি ধন্য। আমরা তোমাকে প্রতিদিন সেলিব্রেট করি।'
২০১৮ সালের ডিসেম্বর মাসে হিন্দু ও খ্রিস্টান মতে বিয়ে করেন প্রিয়াঙ্কা-নিক। রাজকীয় বিয়ে এই আসর সেজে ওঠে রাজস্থানের উমেইদ ভবন প্রাসাদে।
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বলিউডের 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার প্রেমের সূত্রপাত মেট গালার রেড কার্পেটে। ২০১৮ সালের জুলাই মাসে প্রিয়াঙ্কাকে প্রপোজ করেন নিক।
Published By: Arani BhattacharyaPosted: 06:28 PM Sep 17, 2025Updated: 06:28 PM Sep 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
