Advertisement
পরনে বিকিনি, ঠোঁটে ঠোঁট, সমুদ্রতটে প্রেমের জোয়ারে ভাসছেন নিক-প্রিয়াঙ্কা
কেমন কাটছে নিক-প্রিয়াঙ্কার 'ভ্যাকেশন মুড'? দেখে নিন ছবিতে।
জন্মদিনে স্বামী নিক জোনাস, মেয়ে মালতী ও কাছের মানুষদের সঙ্গে সমুদ্রপাড়ে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর সেই ছবি ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল।
সেখানেই স্বামী নিকের সঙ্গে তোলা নানা অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রিয়াঙ্কা ভাগ করে নিয়েছেন তাঁর ইনস্টাগ্রামে।
কখনও নিকের বাহুলগ্না হয়ে তো কখনও আবার তাঁর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুম্বন তো কখনও আবার মেয়ে মালতীকে নিয়ে সপরিবারে আদুরে ছবি তিনি ভাগ করে নিয়েছেন নেটমাধ্যমে।
নিজের জাছের মানুষদের সঙ্গে জীবনকে নানাভাবে উপভোগ করতেই ভালবাসেন ও এই পন্থাতেই বিশ্বাস করেন প্রিয়াঙ্কা তা তাঁর ছবিতেই স্পষ্ট। তিনি বিশ্বাস করেন মুহূর্তে বাঁচায়।
৪৩ বছর বয়সেও প্রিয়াঙ্কাকে দেখে নিমেষে বোঝা যায় যে বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। চুটিয়ে উপভোগ করছেন জন্মদিনের প্রতিটা মুহূর্ত। এমনকি বরাবরের মতো প্রিয়াঙ্কা সমুদ্রে ছুটির মেজাজে ধরা দিয়েছেন বিকিনিতে সাবলীলভাবেই।
উল্লেখ্য, তারকাদের ‘ঘুণ ধরা’ দাম্পত্যের ভিড়ে বিরল প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০১৮ সালের পয়লা ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছিলেন।
Published By: Arani BhattacharyaPosted: 09:14 PM Jul 20, 2025Updated: 09:14 PM Jul 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
