Advertisement
'জংলি বিল্লি'র গলায় অজগর, প্রিয়াঙ্কার সর্পপ্রীতি দেখে ভয়ে কাঁটা নিক জোনাস!
গলায় সাপ জড়িয়ে নেটভুবনে ঝড় তুললেন 'দেশি গার্ল'। ছবিগুলি না দেখলেই মিস!
'জংলি বিল্লি নয়, প্রিয়াঙ্কা আমার পোষা ইঁদুর', নেটভুবনে শাহরুখ খানের অতীত মন্তব্য নতুন করে শোরগোল ফেলার মাঝেই 'সাহসী' অবতারে ধরা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
প্রিয়াঙ্কা বরাবর অ্যাডভেঞ্চার-প্রেমী। তিনি যে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, সেকথা কারও অজানা নয়। এবার গলায় অজগর জড়িয়ে ক্যামেরায় পোজ দিলেন দেশি গার্ল।
তবে এই প্রথম নয়, অতীতেও পাইথন, অ্যানাকোন্ডার মতো বিষধর গলায় জড়িয়ে সাবলীলভাবে পোজ দিতে দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন ফটোতে ফের ঝড় তুললেন সোশাল পাড়ায়।
বুধবার বেশ কয়েকটি ছবি শেয়ার করে সর্পপ্রেম জাহির করেছেন প্রিয়াঙ্কা। সেখানে এক ভিডিওতে নিক জোনাসকে বলতে শোনা যায়, নতুন গয়নাটা বেশ ভালো হয়েছে। যার উত্তরে প্রিয়াঙ্কা বলেন, 'ধন্যবাদ, তবে এটা সাপ।'
গলায় সাপ জড়ানোর মুহূর্ত প্রিয়াঙ্কা উপভোগ করলেও নিককে স্পষ্টতই অস্বস্তিতে দেখা যায়। তবে অনুরাগীরা প্রিয়াঙ্কার এহেন 'সাহস এবং রসবোধের' প্রশংসা না করে পারেননি। কারও মন্তব্য, 'তোমার ছবিটা আমাকে টানা তিন রাত ধরে তাড়া করে বেড়াবে, প্রিয়াঙ্কা।' কেউ বললেন, 'বিপজ্জনক!' কেউ বা নিক জোনাসের মুখটা দেখার পরামর্শ দিলেন অভিনেত্রীকে।
Published By: Sandipta BhanjaPosted: 08:15 PM Oct 29, 2025Updated: 08:15 PM Oct 29, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
