Advertisement
আটলান্টায় প্রথম পারফরম্যান্স, পুজোর আবহে বিদেশে রং ছড়াল রূপমের 'ফসিলস'
মার্কিন মুলুকের আটলান্টায় দুর্গা পুজো মাতালো রূপমের ফসিলস।
এই প্রথম আটলান্টায় রূপম। পূর্বাশার ১৫তম দুর্গা পুজোয় রক ব্যান্ড ফসিলসের তালে মাতলেন প্রবাসি বাঙালিরা। বাংলার রকস্টারকে দেখতে মুখিয়ে ছিলেন দর্শকরা।
২ ঘণ্টার অনুষ্ঠানে রূপমের সুরে সুর মেলানো থেকে শুরু করে রক মিউজিকের তালে নাচ- সবই দেখা যায় আটলান্টায়।
ফসিলসের গানের পাশাপাশি ধুনুচি নাচ থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, কলকাতার পুজোর সব উপাদান আটলান্টায় উপস্থিত করেছিল পূর্বাশা।
পূর্বাশার প্রেসিডেন্ট স্বাতী দাস জানিয়েছেন, ১৫ বছর ধরে আটলান্টায় বসবসাকারি বাঙালিদের ভালোবাসার প্রতিদান ফসিলসের অনুষ্ঠান।
Published By: Anustup Roy BarmanPosted: 07:12 PM Oct 06, 2025Updated: 07:09 PM Oct 07, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
