Advertisement
আকাশের বুকে উড়ন্ত অফিস, রয়েছে ১৩ লক্ষ কোটির সম্পত্তি! আরসিবির 'হবু' মালিককে চেনেন?
নিজস্ব বিমান, দেশে-বিদেশে একাধিক প্রাসাদ, বিলাসবহুল গাড়ি, ঘোড়ার আস্তাবল-কি নেই তাঁর দখলে?
আঠারো বছরের দীর্ঘ অপেক্ষার পর প্রথম আইপিএল ট্রফি এসেছে আরসিবির ঘরে। গতবছর অধরা মাধুরীর স্বাদ পেয়েছে আরসিবি। কিন্তু তারপরেই বদলে যাচ্ছে বিরাট কোহলিদের দলের মালিকানা। ১৭০০০ কোটিতে বিক্রি হয়ে যাবে আরসিবি।
কিন্তু এই বিরাট অঙ্ক খরচ করে বিরাটদের দল কিনবেন কে? একাধিক নাম শোনা যাচ্ছিল বিরাটদের পরবর্তী মালিক হিসাবে। তাঁদের মধ্যে অন্যতম আদর পুনাওয়ালা। করোনা ভ্যাকসিন বানানো সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর সবচেয়ে এগিয়ে রয়েছেন বলেও একটা সময়ে শোনা যাচ্ছিল।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, ১৩ লক্ষ ৬০ হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে আদরের। নিজস্ব বিমান, দেশে-বিদেশে একাধিক প্রাসাদ, বিলাসবহুল গাড়ি, ঘোড়ার আস্তাবল-কি নেই আদরের? তাই তাঁর পক্ষে আরসিবি কেনাটা কোনও ব্যাপার নয়।
আরসিবির সম্ভাব্য মালিক একটি বিমানকেই নিজের অফিসে পরিণত করে ফেলেছেন। A320 এয়ারবাসকে নিজের অফিস হিসাবে ব্যবহার করেন আদর। আকাশে উড়তে উড়তেই অফিস সামলান তিনি। এই বিমানে রয়েছে আলাদা বেডরুম, ডাইনিং হল সবই।
সবমিলিয়ে চারটি নজরকাড়া প্রাসাদ রয়েছে আদরের। লন্ডনের হাইড পার্ক এলাকায় ২৫ হাজার স্কোয়ার ফুটের শতাব্দীপ্রাচীন প্রাসাদ কিনেছেন তিনি। এই প্রাসাদের আনুমানিক দাম ১ হাজার ৪৪৪ কোটি টাকা।
মুম্বইয়ে ৫০ হাজার স্কোয়ার ফুটের একটি প্রাসাদও রয়েছে আদরের মালিকানায়। ব্রিচ ক্যান্ডি এলাকায় লিঙ্কন হাউস নামে ওই বাড়িটি ৭৫০ কোটি টাকায় কিনেছেন সিরাম কর্তা। সম্ভবত সেখানেই বসবাস করেন আদর। এটিই তাঁর পৈতৃক বাড়ি।
পুণেতে সবমিলিয়ে তিনটি সম্পত্তি রয়েছে সিরামকর্তার। ২৩ একর জমির উপর একটি বাংলো রয়েছে আদরের। এছাড়াও ১০০ একর জমিজুড়ে রয়েছে ঘোড়ার আস্তাবল। সেখানকার ঘোড়াগুলি একাধিক রেস জিতেছে। উন্নতমানের ঘোড়া প্রজনন করানো হয় এই আস্তাবলে।
আদরের সম্পত্তির তালিকায় রয়েছে গালফস্ট্রিম জি৫৫০ প্রাইভেট জেট। এছাড়াও একাধিক ব্যক্তিগত বিমান রয়েছে আদরের। পুণে থেকে মুম্বই যাতায়াত করার জন্যও নিজস্ব ব্যক্তিগত বিমান রয়েছে তাঁর।
সিরামকর্তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। মার্সিডিজ, রোলস রয়েস, ফেরারি, পোর্শে-দামি গাড়ির এমন কোনও ব্র্যান্ড নেই যা আদরের গ্যারাজে মিলবে না। ৮ কোটি টাকা মূল্যের রোলস রয়েস রয়েছে আদরের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:26 PM Jan 27, 2026Updated: 04:26 PM Jan 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
