Advertisement
সাংবাদিক থেকে সঞ্চালিকা হয়ে চাহালের প্রেমিকা! সুন্দরীর প্রেমে 'গোলাম' হন নামী ব্যবসায়ী, ইনফ্লুয়েন্সারও
মাহভাশকে সরিয়ে যুজবেন্দ্র চাহালের 'তন্দ্রাহরণী' কে এই সুন্দরী?
যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাকি এই সুন্দরী এখন ডুবে ডুবে খাচ্ছেন? আর জে মাহভাশকে অতীত করে চাহালের এই হৃদয়হরণী এখন 'টক অফ দ্য টাউন'!
এককালে এই লাস্যময়ী ছিলেন সাংবাদিক। তবে বিগ বস-এর মতো রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার পর তাঁর নামের পাশে 'সেলেব' জুড়েছে। আর এই সুন্দরী সঞ্চালিকাকে নিয়েই বর্তমানে কৌতূহলের অন্ত নেই!
গত সপ্তাহান্তের রাতে মুম্বইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন চাহাল। সেখানেই পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানিতে নজরে পড়েন শেফালি বাগ্গা। গুঞ্জন, এই সুন্দরীই নাকি এখন ভারতীয় স্পিনার নতুন 'আই ক্যান্ডি'।
খবর প্রকাশ্যে আসার পর থেকেই শেফালির ঠিকুজি-কুষ্ঠীর খোঁজ পড়েছে অনুরাগীমহলে। জানা যায়, শেফালি আদতে দিল্লির মেয়ে। ১৯৯৪ সালে জন্ম। সেখানকার স্কুল-কলেজেই পড়াশোনা তাঁর। তবে পরে কর্মসূত্রে মুম্বইতে আসা। সেখানেও রয়েছে এক টুইস্ট!
২০১১ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই শেফালি বাগ্গা (Shefali Bagga)। যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকতে পারেননি, তবে লাস্যময়ীর সৌন্দর্য আর চেহারার গড়ন নজর এড়ায়নি! পরবর্তীতে জাতীয় স্তরের এক নামী চ্যানেলে সঞ্চালক হিসেবে চাকরি শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
কথার ফুলঝুরি আর গ্ল্যামারের দৌলতেই খেলাধুলার মাঠ পর্যন্ত পৌঁছে যান শেফালি। ক্রীড়াদুনিয়ার বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেন। সেই সুবাদে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও তাঁর আলাপ ঘনীভূত হয়। এরপরই শেফালির ভাগ্যে শিকে ছেড়ে সলমন খানের শোয়ে।
২০১৯ সালে বিগ বস-এর ঘরে পা রাখেন শেফালি বাগ্গা। যদিও ১৩ নম্বর মরশুমের শেষ পর্যন্ত পৌঁছননি, তবে সেই শোয়েই সিদ্ধার্থ দে নামে আরেক প্রতিযোগীর সঙ্গে জড়ায় তাঁর।
শো চলাকালীন তাঁদের মাখোমাখো রসায়ন নিয়ে নানা মুখরোচক আলোচনা হলেও পরবর্তীতে শেফালি জানান সিদ্ধার্থ এবং তিনি খুবই ভালো বন্ধু।
পরবর্তীতে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জুর সঙ্গেও ইতি-উতি ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল শেফালিকে। গতবছরের গোড়ার দিকে তাঁদের সম্পর্কের গুঞ্জনও রটে যায়। তবে পরে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়!
Published By: Sandipta BhanjaPosted: 05:14 PM Jan 27, 2026Updated: 05:15 PM Jan 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
