Advertisement
গণতন্ত্র, সংস্কৃতি ও শৌর্যের মেলবন্ধন, সাধারণতন্ত্র দিবসে কর্তব্যপথ যেন এক টুকরো ভারত
অপারেশন সিঁদুরের বিজয়ধ্বজা উড়িয়ে আকাশে চক্কর কাটে বায়ু সেনার হেলিকপ্টার। কর্তব্যপথেও সেনার তরফে সেনার তরফে ছিল অপারেশন সিঁদুরের সাফল্যের ট্যাবলো। যেখানে ছিল সুখোই যুদ্ধবিমান, এস৪০০ মিসাইল সিস্টেমের মডেল।
৭৭তম সাধারণতন্ত্র দিবসে রাজধানী দিল্লির কর্তব্য পথে আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের শক্তি দেখল গোটা দুনিয়া। শত্রুর বুকে কাঁপন ধরিয়ে ভীম-বিক্রমে হাজার হাজার মানুষের সামনে কুচকাওয়াজ। গড়গড়িয়ে ছুটল টি-৯০ ভীষ্ম ট্যাঙ্ক। আকাশ ফালাফালা করল একের পর এক যুদ্ধবিমান। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এক আস্ত ভারতের ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠল কর্তব্য পথে।
সকাল ১০টা নাগাদ ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন, ৩ বাহিনীর প্রধান ও সেনা সর্বাধিনায়ক।
এরপর রাষ্ট্রপতি ভবন থেকে ঘোড়ায় টানা গাড়িতে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্টা ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনকে নিয়ে কর্তব্য পথে উপস্থিত হন রাষ্ট্রপতি। শুরু হয় সাধারণতন্ত্র দিবসের শুভ সূচনা।
অনুষ্ঠান শুরু প্রাক্কালে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে অশোক চক্রে সম্মানিত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এরপর বায়ুসেনার ৪টি Mi-17 1V হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হয় কর্তব্য পথে।
অপারেশন সিঁদুরের বিজয়ধ্বজা উড়িয়ে আকাশে চক্কর কাটে বায়ু সেনার হেলিকপ্টার। কর্তব্যপথেও সেনার তরফে সেনার তরফে ছিল অপারেশন সিঁদুরের সাফল্যের ট্যাবলো। যেখানে ছিল সুখোই যুদ্ধবিমান, এস৪০০ মিসাইল সিস্টেমের মডেল। ট্যাবলোর সামনে লেখা ছিল, 'Victory Through Jointness', অর্থাৎ, সম্মিলিত প্রচেষ্টায় বিজয়।
দেশের তিন বাহিনীর সামরিক শক্তি প্রদর্শিত হয় কর্তব্য পথে। টি-৯০ ভীষ্ম, অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মস, নাগ মিসাইল, আকাশ ওয়েপন সিস্টেম, 'সূর্যাস্ত্র' রকেট লঞ্চার সিস্টেম-সহ সুখোই, মিগ-২৯, জাগুয়ার, রাফালে যুদ্ধ বিমান, সামরিক হেলিকপ্টার ও ড্রোন প্রদর্শিত হয়।
কর্তব্য পথে শক্তি প্রদর্শন করে বিএসএফের উট বাহিনী। ছিল ভেটেরিনারি কোর স্কোয়াডের ডাবল-হাম্প বা দ্বিকুঁজ বিশিষ্ট উট। লাদাখের মতো উঁচু বরফ ঢাকা প্রান্তরে সেনাবাহিনীর অন্যতম ভরসার এই প্রাণী।
পাশাপাশি উপস্থিত ছিল রিমাউন্ট এবং ভেটেরিনারি কোরের ৪টি ঈগল। যুদ্ধক্ষেত্রে শত্রু ড্রোনের উপর ঝাঁপিয়ে পড়ে নিমেষে তাকে পেড়ে ফেলতে সক্ষম প্রশিক্ষিত এই ঈগল।
এছাড়াও কর্তব্যপথে ভারতীয় সেনার সঙ্গে এবার দাপিয়ে বেড়াবে দেশের ৫টি প্রজাতির ১০টি বিশেষ প্রশিক্ষিত কুকুর। এই ৫ প্রজাতি হল মুধোল হাউন্ড, রামপুর হাউন্ড, চিপ্পিপাড়াই, কোম্বাই এবং রাজাপাল্লিয়াম।
Published By: Amit Kumar DasPosted: 02:34 PM Jan 26, 2026Updated: 02:50 PM Jan 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
