Advertisement
ক্রিকেট বিশ্বে সবচেয়ে দামি ডিভোর্স! নতুন প্রেমে পড়ে প্রাক্তন স্ত্রীকে ৩০০ কোটি খোরপোশ ক্লার্কের
সমস্ত টাকা মিটিয়ে দিয়েছেন অজি ক্রিকেটার।
ক্রিকেট বিশ্বে সবচেয়ে দামি ডিভোর্স দেখা গেল। নতুন প্রেমে পড়ে প্রাক্তন স্ত্রীকে ৩০০ কোটি খোরপোশ দিলে বিশ্বজয়ী প্রাক্তন অজি ক্রিকেটার মাইকেল ক্লার্কের। ২০২০ সালে প্রাক্তন স্ত্রী কাইলি বন্ডির সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল। তখনই ক্লার্কের প্রাক্তন স্ত্রীকে খোরপোশ দেওয়ার ব্যাপারে আদালত ঘোষণা করে।
জানা যায়, বিয়ে ভাঙতে বিপুল খরচের মুখে পড়তে হয় অজি ক্রিকেটারকে। কাইলিকে খোরপোশ বাবদ প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০০ কোটি) দেওয়ার প্রস্তাব দেয় আদালত।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক সেই টাকা খোরপোশ হিসাবে কাইলিকে দিয়েছেন। যা ক্রিকেট বিশ্বে সবচেয়ে দামি ডিভোর্স।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে আট বছর পর, ২০২০ সালে বৈবাহিক সম্পর্কে দাঁড়ি টানার ঘোষণা করেছিলেন তাঁরা। ক্লার্ক এবং কাইলির এক কন্যাসন্তানও রয়েছে।
বিবাহবিচ্ছেদের আগে পাঁচ মাস আলাদা ছিলেন তাঁরা। অস্ট্রেলিয়ান মিডিয়া সূত্রে জানা গিয়েছিল, আদালতের বাইরে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদ সেরেছিলেন তারকা ক্রিকেটার।
ক্লার্ক-কাইলির ডিভোর্সের মূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলারে স্থির হয়। বিপুল পরিমাণ সেই অর্থ তিনি অবশেষে মিটিয়ে দিয়েছেন। সেই সময় ক্লার্ক বলেছিলেন, "মেয়েকে দেখভালের দায়িত্ব দু'জন মিলে ভাগ করে নেব আমরা।" উল্লেখ্য, বিচ্ছেদের পর তাঁদের কন্যা কাইলির কাছে রয়েছেন।
ডিভোর্স হলেও এখন ক্লার্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কাইলির। কাইলি পেশায় একজন মডেল, টেলিভিশন উপস্থাপক এবং ইন্টেরিয়র ডিজাইনারও। তিনি রিয়েলিটি টিভি শো 'হাউস রুলস'-এর বিচারক হিসাবে কাজ করেছেন। তাছাড়াও রেবেল স্পোর্টের মতো ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ছিলেন। একটা সময় অজি ক্রিকেটারের সঙ্গে তাঁর দাম্পত্য ঝড় তুলেছিল। ১৯৯৯ সালে মিস ইন্ডি জিতেছিলেন তিনি। ২০০২ সালে অস্ট্রেলিয়ান সুইমওয়্যার পর নজর কেড়েছিলেন। ২০০৩ সালে মিস অ্যাড্রেনালিন স্পোর্টস মডেল অফ দ্য ইয়ার ছিলেন।
স্কুলে পড়ার সময় কাইলির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ক্লার্ক। বিয়ের চার বছর পর অজি ক্রিকেটার বলেছিলেন, "কাইলি স্কুলের মধ্যে সবচেয়ে হট ছিল।" তবে কাইলির মতো লাস্যময়ীর সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে। ২০১৮ সালে অজি মিডিয়া সূত্রে জানা যায়, ক্লার্ক নাকি তাঁর অ্যাসিসটেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর নাম সাশা আর্মস্ট্রং। দীর্ঘদিন ধরে মাইকেল ক্লার্কের ক্রিকেট অ্যাকাডেমি দেখাশোনা করেন। ক্লার্কের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়।
ক্লার্কের বিবাহবিচ্ছেদের ঘটনা প্রথম নয়। ২০১০ সালে প্রথম স্ত্রী লরা বিঙ্গলকে ডিভোর্স দিয়েছিলেন অজি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বর্তমানে অ্যারাবেলা শেরবোর্নের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছে। সম্প্রতি এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন ক্লার্ক। নতুন করে প্রেমে পড়লেও তাঁর কন্যা কেলসি লি সবার আগে থাকবেন বলে জানিয়েছেন তিনি। ক্লার্ক বলেন, "আমাদের সম্পর্কের প্রথম দিন থেকেই বেলা দেখে আসছে, কেলসি সামনের সারিতে আছে।"
Published By: Prasenjit DuttaPosted: 05:25 PM Jan 26, 2026Updated: 05:25 PM Jan 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
