Advertisement
লালপেড়ে সাদা শাড়ি, খুদে পায়ে আলতা, সরস্বতী পুজোয় ছোট্ট প্রতিমা সেজেই হাতেখড়ি ইয়ালিনির
স্লেট-চকে লেখার আগেই সংখ্যাজ্ঞানে পুরোহিতমশাইকে চমকে দিল রাজ-শুভশ্রীর কন্যা!
বসন্ত পঞ্চমীতে মহাচমক নিয়ে হাজির রাজ-শুভশ্রী কন্যা ইয়ালিনি। খুদের পরনে লালপেড়ে সাদা শাড়ি। নরম তুলতুলে ছোট্ট দুটি পায়ে পরা আলতা। গলায় সোনালি দক্ষিণী হার। সরস্বতী পুজোয় ইয়ালিনি নিজেই যেন ছোট্ট প্রতিমা!
শুক্রবার সাতসকালে শাড়ি-গয়নায় সেজে মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কোলে চড়ে বিশেষ কাজে বেরিয়েছে ইয়ালিনি। আজ প্রথমবার অক্ষরের সঙ্গে পরিচয় হল তার। সেই জন্যই হাঁস স্টিকার সাঁটা স্লেট-চক নিয়ে অত্যুৎসাহের সঙ্গে সকাল সকাল মণ্ডপে হাজির রাজকন্যা।
গত নভেম্বর মাসেই ২ বছরে পা দিয়েছে ইয়ালিনি চক্রবর্তী। দাদা ইউভানও আড়াই বছর বয়সে স্কুলে যাওয়া শুরু করেছিল। এবার সম্ভবত ইয়ালিনির পালা। সেই প্রেক্ষিতেই দেরি না করে চলতি বছরের বসন্ত পঞ্চমী তিথিতে মেয়ের হাতেখড়ির রীতি সম্পন্ন করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে স্লেট-চকে লেখার আগেই সংখ্যাজ্ঞানে পুরোহিতমশাইকে চমকে দিল খুদে!
বাবা রাজ চক্রবর্তী জানিয়েছেন, "প্রথমবার শাড়ি পরায় খুব এক্সাইটেড ইয়ালিনি। আর ঠাকুরমশাই মন্ত্র বলার আগেই নিজে থেকে ওয়ান-টু... বলতে শুরু করে দিয়েছে।"
এদিকে বোন যখন মায়ের কোলে বসে হাতেখড়ি দিতে ব্যস্ত, তখন পাশে বসে শান্তভাবে গোটা বিষয়টা পরখ করছিল দাদা ইউভান। বোন শাড়ি-গয়নায় সাজলেও ইউভান অবশ্য স্পোর্টস ওয়্যারেই ধরা দিল।
দাদা হিসেবে ‘প্রোমোশন’ হওয়ার পর থেকেই ইয়ালিনির দিনভরের ছায়াসঙ্গী হয়ে উঠেছে ইউভান। বয়স পাঁচ বছর হলেও বোনের গতিবিধিতে তার কড়া নজর থাকে।
সরস্বতী পুজোর জন্য সবুজ শাড়ি বেছে নিয়েছেন শুভশ্রী। রাজের অফিসের পুজোতেই ছেলে ইউভানকে নিয়ে পুষ্পাঞ্জলি দিলেন অভিনেত্রী। পুজোর মাঝেই হলুদ পাঞ্জাবিতে সেজে উপস্থিত হলেন জিৎ গঙ্গোপাধ্যায়। শুভশ্রী তাঁর কাছে তিনি দাদাসম। ভাইফোঁটাও নেন।
Published By: Sandipta BhanjaPosted: 02:10 PM Jan 23, 2026Updated: 02:10 PM Jan 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
