Advertisement
বিয়ের আংটি নিয়ে নায়িকাদের ফ্যান্টাসি! সামান্থা-বেবো থেকে ক্যাটরিনা কার হাতে কত দামি 'ব্রাইডাল রিং'?
হিরে থেকে পান্না ও নীলকান্তমণিখচিত এই তারকাদের বিয়ের আংটি।
তারকাদের হাঁড়ির খবর নিতে মন চায় না এমন মানুষ পাওয়া মুশকিল। তাঁদের স্টাইল স্টেটমেন্ট মেনে নিজেকে সাজিয়ে তুলতে চান অনেকেই। একইভাবে সাজপোশাকের মতোই নজর কাড়ে তারকাদের বিয়ের আংটিও। তারকাদের হাতের অনামিকায় থাকা নজরকাড়া বিয়ের আংটি কতটা এবং কীভাবে আলাদা তা বুঝবেন কী করে? তাহলে বলি এসব কিছুই নির্ভর করে আংটির কারুকার্য, আংটিতে থাকা হীরে ও অন্যান্য পাথর কতখানি আলাদা, তার কত দাম এসবের ওপর।
সাম্প্রতিককালে দ্বিতীয়বার বিয়ের বাড়িতে বসেছিলেন সামান্থা রুথ প্রভু। তাঁর আঙুলে বিয়ের আংটিটি কারও দৃষ্টি এড়ায়নি। সামান্থার হাতের হিরেখচিত বরফি আকৃতির এই বহুমূল্য আংটির নেপথ্যে রয়েছে ইতিহাসযোগও। সামান্থার হাতে যে আংটিটি দেখা গিয়েছে, সেই ডিজাইনটি আদতে মুঘলযুগের। এপ্রসঙ্গে গয়না প্রস্তুতকারক সংস্থা অভিলাষা প্রেট জুয়েলারির কর্ণধার অভিলাষা ভান্ডারী জানিয়েছেন, এই ধরণের আংটিকে পোর্ট্রেট-কাট বলা হয়। এটি নাকি মুঘল সম্রাট শাহজাহানেরও বড্ড প্রিয় ছিল। যার দাম নাকি আনুমানিক দেড় কোটি টাকা।
২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের বিয়ের আড়ম্বর যেমন সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল ঠিক সেভাবেই নজর কেড়েছিল ক্যাটরিনার অনামিকায় জ্বলজ্বল করা বিয়ের আংটি। প্ল্যাটিনামের এই আংটিতে বসানো নীলকান্তমণি বা ট্যানজানাইট বসানো ও তার সঙ্গে হিরেখচিত ক্যাটরিনার হাতের আংটির দাম প্রায় সাড়ে সাত লক্ষ টাকা।
এই তালিকায় রয়েছেন আলিয়া ভাটও। তাঁর আঙুলের বিয়ের আংটিটির দাম প্রায় তিন কোটি টাকা। ৮ ক্যারেটের হিরে ও আরও অন্যান্য দামি পাথর বসানো আংটিটি বারবার দৃষ্টি আকর্ষণ করেছে সকলের।
বেবোর কথা ভুললে চলবে কি করে? সইফঘরনি করিনার হাতের আংটির দাম প্রায় পঁচাত্তর লক্ষ টাকা। আর তাঁর ব্যাক্তিত্বের সঙ্গে এই আংটি যে বেশ মানিয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। বেবোর বিয়ের আংটিটি মূলত প্ল্যাটিনামের, যাতে বসানো রয়েছে বড় গোল একটি হিরে।
বিয়ের প্রায় সাত বছর অতিক্রান্ত। কিন্তু তারপরেও তাঁরা শিরোনামে জায়গা করে নিয়েছেন 'লাভি ডাভি' ডুয়ো হিসেবে। তাঁরা হলেন দীপিকা ও রণবীর। এহেন দীপিকার বিয়ের আংটিও কম আকর্ষণীয় নয়। প্ল্যাটিনাম ও হিরে দিয়ে বানানো নায়িকার এই বিয়ের আংটিতে একটিই বড় চৌকো আকারের হিরে বসানো রয়েছে। দীপিকার বিয়ের এই আংটির দাম প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা।
Published By: Arani BhattacharyaPosted: 07:19 PM Dec 24, 2025Updated: 07:19 PM Dec 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
