Advertisement
বক্স অফিসের নতুন 'ক্যুইন' রশ্মিকা, দক্ষিণ থেকে বলিউড ব্যবসার নিরিখে 'শ্রীবল্লী'র বাজিমাত
কোন কোন ছবি রয়েছে সেই তালিকায়? দেখে নিন একনজরে।
একের পর এক ছবিতে নয়া অবতারে ধরা দিচ্ছেন রশ্মিকা মন্দানা। দর্শকের কাছে যদিও তিনি 'ন্যাশনাল ক্রাশ'। দক্ষিণী ছবির পাশাপাশি সমানতালে বলিউডের ছবিতেও রশ্মিকার অভিনয় দর্শকের মনে জাদু সৃষ্টি করছে। শুধু তাই নয়, সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি 'থামা'ও বেশ ভালো ব্যবসা করছে বক্স অফিসে। দেখে নিন রশ্মিকার ফিল্মি কেরিয়ারে কোন ছবিগুলি ব্যবসার নিরিখে তুমুল সাফল্য পেয়েছে।
আল্লু অর্জুনের সঙ্গে পুষ্পা ছবিতে বিশেষভাবে নজর কাড়েন রশ্মিকা। ছবিতে সিংহভাগ জুড়ে ছিল নায়কেরই উপস্থিতি। তবে তার মাঝেও রশ্মিকা তাঁর অভিনয় ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মনে বিশেষ জায়গা অর্জন করে নেন। ওপেনিং শোতেই এই ছবি ভারতে ৪৪ কোটির ব্যবসা করেছিল।
'অ্যানিম্যাল' ছবিতেও নায়ক রণবীরই ছিলেন ছবির মধ্যমণি। কিন্তু সেই ছবিতেও রশ্মিকার অভিনয় বিশেষভাবে প্রশংসা পেয়েছিল। ভারতে প্রথম দিনে এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল ৭৬.১ কোটি টাকা।
'পুষ্পা'র পর 'পুষ্পা ২' ছবিতেও নজর কেড়েছিলেন রশ্মিকা। বিশেষ করে এই ছবিতে তাঁর ও আল্লুর 'শ্রীবল্লী' গানটি বিশেষ জনপ্রিয়তা পায়। প্রথমদিনে ভারতে এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১৬৫ কোটি টাকা।
রশ্মিকার প্রথম ইতিহাস নির্ভর ছবি 'ছাবা'তে। এই ছবিতে ভিকি কৌশলের বিপরীতে মহারানি যেশুবাইয়ের চরিত্রে নজর কেড়েছিলেন নায়িকা। এদেশে প্রথম দিনে এই ছবি ব্যাবসা করছিল ৩৩.১০ কোটির।
Published By: Arani BhattacharyaPosted: 03:39 PM Oct 28, 2025Updated: 03:39 PM Oct 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
