Advertisement
মানকড় কাণ্ড থেকে রিটায়ার্ড আউট, অশ্বিনের আইপিএল অবসরে রইল একগুচ্ছ বিতর্কিত মুহূর্ত
১৬ বছরের আইপিএল কেরিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত রয়েছে অশ্বিনের।
গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার আইপিএলকেও বিদায় জানালেন রবিচন্দ্রন অশ্বিন। বুধবার সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, আইপিএল থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। রইল ১৬ বছরের আইপিএল কেরিয়ারে অশ্বিনের কিছু বিতর্কিত অধ্যায়।
সবার আগে আসবে মানকড়িংয়ের কথা। অশ্বিন তখন ছিলেন কিংস ১১ পাঞ্জাবে। ২০১৯-এ রাজস্থানের ইনিংসের সময় অশ্বিনের ওভারে নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন জস বাটলার। ঠিক তখনই বল ডেলিভারির আগে উইকেটে বল ঠেকিয়ে দেন পাঞ্জাবের অধিনায়ক।
সঙ্গে সঙ্গে থার্ড আম্পায়ারের ইশারা করেন ফিল্ড আম্পায়ার। তারপরই মাঠের একপ্রান্তের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, বাটলার আউট। যা নিয়ে ওই সময় প্রবল বিতর্ক হয়। সমর্থকদের রোষের মুখে পড়ে অশ্বিনের পরিবারও। কিন্তু তিনি নিজের অবস্থান থেকে সরেননি।
ইয়েলো আর্মির ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন আর্থিক অনিয়মের অভিযোগ আনেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, চলতি বছরের আইপিএলে পরিবর্ত হিসাবে সই করানো হয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। চুক্তির অর্থ ছাড়াও ঘুরপথে প্রোটিয়া তারকাকে অনেক টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ অশ্বিনের।
২০২২-র আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছিলেন রাজস্থান রয়্যালসের অশ্বিন। রাজস্থানের ব্যাট চলাকালীন ১৯ তম ওভারে হঠাৎই মাঠ ছেড়ে বেরিয়ে যান রবিচন্দ্রন অশ্বিন। ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলে নিজেই রিটায়ার্ড আউট হন। ভাল ব্যাট করতে না পারায় তিনি প্যাভিলিয়নে ফিরে যান। যা আইপিএলের ইতিহাসে নিজের সিদ্ধান্তে প্রথম রিটায়ার্ড আউট।
দিনকয়েক আগে জল্পনা ছড়ায়, সিএসকে ছাড়ার কথা ভাবছেন অশ্বিন। সেই জল্পনার মাঝেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ কড়া সুর শোনা যায় অফস্পিনারের কণ্ঠে। তাঁর আদৌ কোনও ভবিষ্যৎ রয়েছে কিনা তা নিয়ে যেন ফ্র্যাঞ্চাইজি স্পষ্টভাবে জানিয়ে দেয়। সেটা না হওয়াতেই কি দল ছাড়লেন অশ্বিন?
২০১৯-এ কিংস ১১ পাঞ্জাবে থাকাকালীন কথা চালাতে থাকেন দিল্লি ক্যাপিটালসের সঙ্গে। দু'বছর পাঞ্জাবের নেতৃত্বে ছিলেন তিনি। কিন্তু আচমকাই দিল্লিতে তাঁর যাওয়া নিয়ে কমবেশি বিতর্কও হয়। ২০২০-তে তিনি দিল্লিতে যান।
তবে কিছু দারুণ মুহূর্তও তৈরি করেছেন অশ্বিন। ২০১১-র ফাইনালে বিধ্বংসী ফর্মে থাকা ক্রিস গেলকে আউট করা থেকে প্লে অফে ব্যাট হাতে ২০২২ সালে রাজস্থানকে জেতানোর মতো নজির আছে তাঁর।
Published By: Arpan DasPosted: 04:59 PM Aug 27, 2025Updated: 04:59 PM Aug 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
