Advertisement
কালজয়ী ছবি থেকে টিভি শো, একনজরে সতীশের আইকনিক চরিত্রগুলি
শনিবার বিকেল নাগাদ ছড়িয়ে পড়ে অভিনেতার মৃত্যুসংবাদ।
শনিবার বিকেলে ফের বিনোদুনিয়ায় আছড়ে পড়েছে দুঃসংবাদ। এদিন প্রয়াত হয়েছেন পর্দার 'সারাভাই' অর্থাৎ অভিনেতা সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কিডনির সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে বড়পর্দা ও ছোটপর্দা মিলিয়ে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা ও টেলিভিশন শো।
১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত কুন্দন শাহর ছবি 'জানে ভি দো ইয়ারো' কালজয়ী ছবিতে রীতিমতো 'ডার্ক কমেডি'র ব্যাবহার হয়েছিল। সেই ছবিতেই বিশেষভাবে প্রশংসিত হয়েছিল সতীশ শাহর অভিনয়। শুধু তাই নয় ছবির একটি অংশে তাঁকে মৃতদেহের অভিনয় করতেও দেখা যায়। উল্লেখ্য, তাঁর সেই অংশের অভিনয়ও বিশেষভাবে প্রশংসা পেয়েছিল।
নয়ের দশকে মুক্তিপ্রাপ্ত কাজল-শাহরুখের ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতেও সমানভাবে দর্শকের নজর কেড়েছিল সতীশ শাহের অভিনয়। কাজলের আত্মীয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'কাল হো না হো', যে ছবি বলিউডে এক আলাদা জনপ্রিয়তা পেয়েছিল। আর সেই ছবিতেই বরাবরের মতো হাস্যরসে ভরপুর এক চরিত্রে দেখা গিয়েছিল সতীশ শাহকে। ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করলেও বরাবরের মতো তাঁর চরিত্রে ছিল হাস্যরসের সমস্ত জোগান।
২০০৪ সালে ফারহা খানের ছবি 'ম্যায় হু না'তে কলেজের প্রফেসরের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। ছবিতে দেখা গিয়েছিল কলেজের ছাত্ররা তাঁকে ডাকত 'স্পিটিং কোবরা' নামে। ছবিতে যতবার তাঁকে দেখেছেন দর্শক ততবার হেসে গড়িয়ে পড়েছেন।
Published By: Arani BhattacharyaPosted: 06:48 PM Oct 25, 2025Updated: 06:55 PM Oct 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
