Advertisement
বাংলায় সোনায় বরণ রিচাকে, ২.৫ কোটি প্রাপ্তি স্মৃতিদেরও, বিশ্বজয়ীদের আর কে কত টাকা পেলেন?
ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসি থেকেও পুরস্কার পেয়েছেন বিশ্বজয়ীরা।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে হরমনপ্রীত কৌরকে ১১ লক্ষ টাকা দেওয়া হয়েছে। ভারত অধিনায়ক বিশ্বকাপের আট ইনিংসে ৩২.৫০ গড়ে ২৬০ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৮৯। দুটি অর্ধশতক রয়েছে তাঁর নামে।
ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিশ্বজয়ী রিচা ঘোষকে জমকালো সংবর্ধনা দিয়েছে সিএবি। চমকপ্রদভাবে রিচাকে বঙ্গভূষণ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে সিএবির তরফে তাঁকে ৩৪ লক্ষ টাকা এবং সোনার ব্যাটও উপহার দেওয়া হয়েছে। এসবের পাশাপাশি রাজ্য পুলিশের ডিএসপি পদে তাঁকে নিয়োগ করা হয়েছে।
তিন মুম্বইকর স্মৃতি মন্ধানা, জেমাইমা রডরিগেজ ও রাধা যাদবকে মহারাষ্ট্র সরকার ২.২৫ কোটি করে দিয়েছে। পাশাপাশি ভারতীয় দলের কোচ অমল মজুমদারকে ২২.৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস ও উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
ফাইনালের নায়ক হয়েছেন শেফালি বর্মা। তাঁকে হরিয়ানার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে এবং ডিএসপি পদে চাকরি দেওয়া হচ্ছে।
পিসিএ থেকে ১১ লক্ষ টাকা পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার অমনজ্যোত কৌর। ফাইনালে অসাধারণ ক্যাচ তো বটেই, তাজমিন ব্রিটসকে রান আউটও করেন তিনি। অন্যদিকে হরলিন দেওলও পিসিএ থেকে ১১ লক্ষ টাকা পেয়েছেন। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৬৯ রান করেছিলেন হরলিন।
টুর্নামেন্টের সেরা হয়েছেন দীপ্তি শর্মা (২১৫ রান ও ২২ উইকেট)। তাঁকে উত্তরপ্রদেশ সরকার ১.৫ কোটি টাকা দিয়েছে। এর সঙ্গে তাঁকে ডিএসপি পদে চাকরি দেওয়া হচ্ছে।
পেসার ক্রান্তি গৌড়কে ১ কোটি টাকা দিচ্ছে মধ্যপ্রদেশ সরকার। তবে সবচেয়ে বড় প্রাপ্তি তাঁর বাবা চাকরি ফিরে পাচ্ছেন। ২২ বছর বয়সি বোলার ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন। অন্যদিকে স্নেহ রানাকে উত্তরাখণ্ড সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার দিয়েছে।
হিমাচল প্রদেশ সরকার থেকে ভারতীয় বোলার রেণুকা সিং ঠাকুরকে ১ কোটি টাকা দেওয়া হচ্ছে। রেণুকার বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি। ৬ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন। তবে গোটা টুর্নামেন্টেই কম রান দিয়েছেন।
Published By: Arpan DasPosted: 04:21 PM Nov 09, 2025Updated: 04:21 PM Nov 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
