Advertisement
কামব্যাকের সঙ্গে অস্তিত্বের লড়াই, অজিভূমে গুচ্ছ রেকর্ডের সামনে রোহিত-কোহলি
শচীন-সৌরভদের ছাপিয়ে যেতে পারেন রো-কো।
রোহিত শর্মা ও বিরাট কোহলির কামব্যাক নিয়ে উন্মাদনা তুঙ্গে। তার মধ্যে জল্পনা রয়েছে, হয়তো ২০২৭-র বিশ্বকাপে নাও খেলতে পারেন দুই মহাতারকা। ফলে এই সিরিজে তাঁরা কীরকম খেলেন, সেদিকে নজর রয়েছে। পাশাপাশি রোহিত-কোহলির সামনে রয়েছে একাধিক রেকর্ড ভাঙার সুযোগও।
ওয়ানডেতে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৫১। অন্যদিকে কিংবদন্তি শচীন তেণ্ডুলকর টেস্টে ৫১টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ সিরিজের তিনটি ম্যাচের একটিতে কোহলি সেঞ্চুরি করলে মোট সংখ্যা দাঁড়াবে ৫২। একটি ফরম্যাটে সেঞ্চুরির নিরিখে শচীনকে ছাপিয়ে যাবেন কোহলি।
রোহিত এই সিরিজে যদি একটি ম্যাচে ভারতের প্রথম একাদশে থাকেন, তাহলে অনন্য রেকর্ড গড়বেন। শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়ের পর রোহিতই পঞ্চম ভারতীয় ক্রিকেটার হবেন, যিনি ৫০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন।
সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) কোহলির মোট রান ১৮,৩৬৯। সেখানে শচীন তেণ্ডুলকরের রান ১৮, ৪৩৬। অর্থাৎ মাত্র ৬৮ রান করলে তিনি শচীনের রেকর্ড ভেঙে সাদা বলের ক্রিকেটের ইতিহাসে রানের শীর্ষে পৌঁছবেন।
রোহিত ২৭৩টি ওয়ানডে ম্যাচে মোট ৩৪৪টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি যদি আর ৮টি ছক্কা মারেন, তাহলে শাহিদ আফ্রিদিকে ছাপিয়ে যাবেন। ওয়ানডেতে আফ্রিদি ৩৯৮টি ওডিআই ম্যাচে ৩৫১টি ছক্কা মেরেছিলেন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডের মালিক হবেন হিটম্যান।
বিরাট ওয়ানডেতে ১৩২৫টি চার ও ১৫২টি ছয় মেরেছেন। সব মিলিয়ে বাউন্ডারি সংখ্যা ১৪৭৭। ফলে আর মাত্র ২৩টি বাউন্ডারি মারলেই কোহলি ১৫০০ বাউন্ডারির ক্লাবে নাম লেখাবেন। এর আগে এই কীর্তি গড়েছেন শচীন তেণ্ডুলকর ও সনৎ জয়সূর্য।
রোহিত এখন পর্যন্ত ভারতের হয়ে ২৭৩টি ওয়ানডেতে ১১,১৬৮ রান করেছেন। তিনি আর ৫৪ রান করলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১১,২২১ রানকে ছাপিয়ে ওয়ানডেতে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। অস্ট্রেলিয়ায় আর ১০ রান করলে অস্ট্রেলিয়ায় ভারত-অস্ট্রেলিয়া ওডিআইতে ব্যক্তিগত ১০০০ রান পূর্ণ করবেন।
ওয়ানডেতে কোহলির রান ১৪,১৮১। আর ৫৪ রান করলে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গকারাকে (১৪,২৩৪ রান) পেছনে ফেলে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে আসবেন।
আর দুটি সেঞ্চুরি করলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের ১০টি ওয়ানডে সেঞ্চুরি হবে। ভেঙে দেবেন শচীনের ৯টি সেঞ্চুরির রেকর্ড। তাছাড়া তিনি বিশ্বের প্রথম ব্যাটার হবেন যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০টি ওয়ানডে সেঞ্চুরি করবেন। রোহিত শচীন (১০০) ও কোহলি (৮২)-র পর আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় হবেন।
Published By: Arpan DasPosted: 04:14 PM Oct 18, 2025Updated: 04:14 PM Oct 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
