Advertisement
রোহিতের গ্যারেজে নতুন টেসলা, সঙ্গী হচ্ছে আরও দুই বিলাসবহুল গাড়ির, নম্বরেও চমক
গাড়িটি প্রযুক্তিগত দিক থেকেও অনেক উন্নত।
গত দেড় দশকে ক্রিকেটের বিশ্বসেরা তারকাদের মধ্যে উচ্চারিত হয় রোহিত শর্মার নাম। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনারের রেকর্ডও ঈর্ষণীয়। ভারতের প্রাক্তন অধিনায়কের গ্যারেজে এবার যুক্ত করেছেন নতুন গাড়ি।
কী সেই গাড়ির মডেলের নাম? উত্তর হল, টেসলা মডেল ওয়াই (Tesla Model Y)। সম্প্রতি যা নিয়ে একটি ভিডিও ভাইরাল।
টেসলা মডেল ওয়াই ইলেকট্রিক এসইউভি কিনে আবারও শিরোনামে রোহিত। মুম্বইয়ের রাস্তায় এই বৈদ্যুতিক গাড়ি চালাতে দেখা গিয়েছে তাঁকে। গাড়ির নম্বর ৩০১৫। রোহিতের কন্যা ও পুত্রের জন্মতারিখের সমন্বয় রেখেই এমন নম্বর বাছা রয়েছে। রোহিতের আরও দু'টি প্রিয় গাড়ি Lamborghini Urus SE। এই গাড়িতেও একই নম্বর ব্যবহৃত হয়েছে। সামাইরার জন্ম ৩০ ডিসেম্বর। আহানের ১৫ নভেম্বর।
রোহিতের নতুন গাড়ি দু'টি ভেরিয়েন্ট পাওয়া যায়। ১) লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ। ২) রিয়ার-হুইল ড্রাইভ। প্রথম ভেরিয়েন্টের দাম ৬৭.৮৯ লক্ষ টাকা। অন্যটির মূল্য ৫৯.৮৯ লক্ষ টাকা। দু'টি ভেরিয়েন্টই মডেল ওয়াইকে বাজারে সবচেয়ে মহার্ঘ করে তুলেছে।
Published By: Prasenjit DuttaPosted: 06:34 PM Oct 10, 2025Updated: 06:35 PM Oct 10, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
